আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর

ছবি: সংগৃহীত
আজ রোববার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে আর কেউ প্রবেশ করতে পারবেন না। হজের প্রস্তুতির অংশ হিসেবে দেশটি ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছিল, ১৫ শাওয়াল বা ১৩ এপ্রিল থেকে বিদেশি ওমরাহ যাত্রীদের প্রবেশ সীমান্তে বন্ধ হয়ে যাবে। সেই অনুযায়ী, আজ থেকে সৌদি আরবে ওমরাহ যাত্রীর প্রবেশ বন্ধ করা হয়েছে।
একই সঙ্গে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেসব হজ ও ওমরাহ এজেন্সি মেয়াদোত্তীর্ণ ভিসাধারী ওমরাহ যাত্রীদের নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ন্যূনতম এক লাখ রিয়াল জরিমানা করা হবে। পরিস্থিতি অনুযায়ী, এই জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
এছাড়া ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল। এই সময়সীমা পেরিয়ে কেউ সৌদিতে অবস্থান করলে তাকে আইনগত শাস্তির মুখোমুখি হতে হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। যারা নির্ধারিত সময়ের পরও অবস্থান করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
