সারাদেশ

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই


সারাদেশ ডেস্ক
প্রকাশ :১৬ মে ২০২৫, ০৯:২০ এএম

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শ্রীনগর সদর বাজারে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাজারের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি।

অগ্নিকাণ্ডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের কাপড় পট্টি, বানিয়া পট্টি, গুড় পট্টি, কলা পট্টি, নিমটি পট্টি, ডাল পট্টি ও মুরগি পট্টির দোকানগুলো। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের ব্যাপকতা দেখে পরে আরও পাঁচটি ইউনিট সেখানে যুক্ত হয়। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত ২টার কিছু পর তারা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরপর ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, এক গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে তা নতুন করে ছড়িয়ে পড়ছিল। ফলে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে।

এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীরা তাদের জীবনের পুঁজি হারিয়ে ফেলেছেন। অনেকেরই গোডাউনে রাখা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী মোঃ হোসেন বলেন, “এক গলিতে আগুন নিভালেও আরেক গলিতে নতুন করে আগুন জ্বলে উঠছিল। ফায়ার সার্ভিস ও এলাকার মানুষের অক্লান্ত চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।”

প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষও ফায়ার সার্ভিসকে সহায়তা করেছেন আগুন নেভাতে।

তবে এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে। বাজার জুড়ে এখন কান্না, হতাশা আর আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। জীবনের পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।