মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে বিজিবির আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান উপস্থিত সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সীমান্ত এলাকায় বসবাস কারী জনসাধারণের জীবনযাত্রা মান উন্নয়ন, অবৈধ কর্মকাণ্ড ও সীমান্ত অতিক্রম রোধ, আন্ত সীমান্ত অপরাধ দমন এবং আঞ্চলিক উন্নয়নে অবদান রাখার বিষয়ে মতবিনিময় সভা আরম্ভ করেন।

পরবর্তীতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ভূমিকা, চোরাচালান প্রতিরোধ কর্মকাণ্ডে সম্মিলিত প্রয়াস, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি করা, সীমান্ত উন্নয়ন ও নিরাপত্তায় সম্মিলিত প্রয়াস, অর্থ সামাজিক উন্নয়নের সম্মিলিত প্রয়াস, সমস্যা চিহ্নিতকরণ, সম্ভাব্য সমাধান ও সম্মিলিত প্রচেষ্টা, কারিগরি ও কর্মমুক্তি প্রশিক্ষণ, কৃষি ও পশু পালন খাতে সহায়তা, নারী উন্নয়ন কর্মসূচি, বেসরকারি সংস্থা ও কর্পোরেটর সংযোগ ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন। শেষে উপস্থিত- দামুড়হুদা ইউএনও, এসিল্যান্ড, ওসি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের মাঝে পয়েন্ট আহ্বান করেন।

সীমান্ত এলাকায় বাল্যবিবাহ সম্মিলিত প্রচেষ্টায় দমন করা, মহিলা বিষয়ক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশিক্ষণ গ্রহণ করা, ইভটিজিংয়ের পরিমাণ বর্তমানে একটু কম যাতে না বাড়তে পারে সেদিকে সর্বপ্রকার সম্মিলিত প্রচেষ্টা, মাদক নিয়ন্ত্রণের জন্য সর্বপ্রকার তথ্য দিয়ে সকল প্রশাসনকে সহযোগিতা করা, এছাড়াও যেকোনো প্রকার অসঙ্গতিপূর্ণ কাজের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করা। সীমান্তবর্তী এলাকায় সকল প্রকার অটো বাইক, অটো ভ্যান পৌরসভার মাধ্যমে লাইসেন্স কার্ড করা যাতে তার নাম ঠিকানা সকল তথ্য থাকে এবং যে কোন আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশির জন্য ডাকলে সহজে তারা এগিয়ে আসে এবং নাম পরিচয় সহজে যাতে পাওয়া যায়।

মাদক ব্যবসায়ীদের ধর্মীয় ভয়-ভীতি দেখানো, মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় ছোট ছেলেমেয়েদের বাহক হিসেবে ব্যবহার করছেন, শিক্ষকদের মাধ্যমে জনশ্বাসনতা বৃদ্ধি করা, জনসংযোগ বৃদ্ধি করা, মাদক ব্যবসায়ীদের মূল গডফাদারকে ধরার ব্যবস্থা গ্রহণ করা, সচেতন ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় মাদক প্রতিরোধ করা, প্রতিপক্ষ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ কর্তৃক বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকদের সাথে কি ধরনের আচরণ করেন সেই সম্পর্কে ধারণা গ্রহণ করা, কুরআন ও হাদিসের আলোকে সীমান্ত পাহারায় সুফল সম্পর্কে, মাদক ব্যবসায়ী ও সেবনকারী পরকালে তাদের অবস্থান সম্পর্কে জানানো, ১৬ বছরের নিচে প্রকাশ্যে বিড়ি-সিগারেট সেবনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, মাদকসহ বিভিন্ন চোরাকারবারিদের অন্য কোন কর্মসংস্থানের মাধ্যমে ফিরিয়ে আনা, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা চেকপোস্ট এবং মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর নিমতলা বিওপির মধ্যবর্তী স্থানে বিজিবি চেক পোস্ট বসানো, দর্শনা কেউ কোম্পানি হতে মদ চোরাকারবারিরা যাহাতে নিতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা, ধর্মীয় শিক্ষার মাধ্যমে মাদক এর কুফল সম্পর্কে জনসাধারণ এর মাঝে জানানো, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখানো, ১৫ হতে ১৬ বছরের ছেলে মেয়ে মাদক ব্যবসায়ী এবং ইভটিজিং এর সাথে জড়িত হচ্ছে তাদের প্রতি নজরদারি বৃদ্ধি করা, বাল্য বিবাহের সাথে জড়িত ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

এছাড়াও দৃশ্যমান শাস্তি প্রদান করা, স্বর্ণ এবং রূপ্য চোরাকারবারিদের গডফাদার দের চিহ্নিত করা, দারিদ্র বিমোচনের জন্য প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ জনগণকে দক্ষ করে গড়ে তোলা, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকসহ বিভিন্ন চোরাকারবারি নির্মূলে কমিটি গঠন করা, মাঝে মাঝে এ ধরনের সেমিনার মত বিনিময় সবার আয়োজন করা, সীমান্ত এলাকায় এনজিওদের মাধ্যমে উন্নয়নমূলক প্রোগ্রাম ও সেমিনারের ব্যবস্থা গ্রহণ করা, বিভিন্ন চোরাকারবারিদের ব্যবসা পরিচালনাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, সীমান্ত এলাকায় দেড়শো গজের মধ্যে তিন ফুট উচ্চতা বিশিষ্ট ফসল আবাদ না করা এবং ভারতের ১৫০ গজ সীমান্ত এলাকায় কলাগাছের বাগান তৈরিতে বাধা দেওয়া যাতে চোরাকারবারিরা ব্যবহার করতে না পারে- এই বিষয়গুলো মতবিনিময় সভায় উপস্থিত সুধীজনের আলোচনায় উঠে আসে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউএনও তিথী মিত্র, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, এসি ল্যান্ড তাসফিকুর রহমান, বিজিবি ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী, দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর, বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার জাকির হোসেন প্রমুখ।

এ ছাড়াও মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, এনজিও কর্মী এ সভায় উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস

দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পথে-পথে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় তাকে বহনকারী গাড়ি বহর।

এর আগে কাতারের মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার সঙ্গে দেশে ফিরেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ২০ মিনিটে খালেদা জিয়া রওনা হন গুলশানের বাসভবন 'ফিরোজা'র পথে। এ সময় তাঁর গাড়ি ঘিরে শত শত নেতাকর্মীর উল্লাস, স্লোগান এবং আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর প্রিয় নেত্রীকে সামনে পেয়ে বিমানবন্দর এলাকা যেন এক উৎসবমুখর মিছিলে পরিণত হয়।

দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

গাড়িবহরে খালেদা জিয়াকে দেখা যায় তার পরিচিত নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে। ঠিক তার পেছনে ছিলেন দুই পুত্রবধূ। পুরো যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে হাত নেড়ে এবং স্লোগানে স্লোগানে স্বাগত জানান।

দলীয়ভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় সংগঠনভিত্তিক অবস্থান কর্মসূচি নির্ধারণ করা হয় নেত্রীর অভ্যর্থনার জন্য। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দলসহ প্রায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পথে পথে দাঁড়িয়ে ছিলেন খালেদা জিয়ার গাড়িবহর দেখার আশায়।

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ সতর্কতায়। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপির স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। সেখানে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাঁর যাতায়াতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।

Header Ad
Header Ad

প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

ছবি: সংগৃহীত

নতুন ইতিহাস রচনা করলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় অভিষেক হলো তার।

নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটের ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে শাহরুখ হাঁটলেন গায়ে কালো স্যুট, পড়নে কোমরবন্ধ, কালো সিল্কের শার্ট এবং টেলকোট। হাতে ছড়ি। সেই সঙ্গে দুই হাতের আঙুল ভর্তি গয়না। বুকের কাছে ঝুলছে হার এবং পেনডেন্ট। তবে নজর কাড়ল বুকের K লেখা পেনডেন্ট ।

এই পোশাকের ডিজাইন তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। আর সেই পোশাক পরেই নিউইয়র্কে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে রং ছড়ালেন ‘জওয়ান’। সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগালেন শাহরুখ খান।

ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। আর এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করলেন বাদশা।

এবার ওই ফ্যাশান ইভেন্টে শাহরুখ থাকবেন বলে জানার পরে উত্তেজনা ছিল তুঙ্গে। মেট গালার শোতে অংশ নেওয়ার জন্য রোববারই তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। মেট গালার রেড কার্পেটে তার হাতে ছিল বাঘের মুখ আঁকা ড্যান্ডি কেন। যেটা সোনা দিয়ে মোড়া বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সব্যসাচী। তার তৈরি কালো পোশাককে শাহরুখ বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন শাহরুখ বলেও জানান তিনি। তার গলায় কে লেখা যে পেনডেন্ট ঝুলছিল তা রাজার প্রতীক বলেও জানা গেছে।

 

Header Ad
Header Ad

মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, এক কোটি রুপি দাবি

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি হত্যার হুমকি পেয়েছেন। গত রোববার তার ব্যক্তিগত ইমেইলে পাঠানো একটি বার্তায় তাকে মেরে ফেলার হুমকির পাশাপাশি দাবি করা হয়েছে এক কোটি রুপি। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, শামির পক্ষ থেকে নয়, তার ভাই হাসিবের তরফেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগে হুমকিদাতার নাম হিসেবে ‘রাজপুত সিন্দার’-এর নাম উল্লেখ করা হয়েছে।

উত্তর প্রদেশ পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশ সুপারের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। অপরাধীকে শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে।

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন মোহাম্মদ শামি। চলতি আসরে ৯ ম্যাচে ৬ উইকেট নেওয়া শামির দল পয়েন্ট টেবিলের আটে রয়েছে। তবে বৃষ্টির কারণে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় প্লে-অফ থেকে ছিটকে যায় দলটি।

উল্লেখ্য, শামি ভারতের হয়ে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ পারফর্ম করেন। পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে ৫ উইকেট ছিল চোখে পড়ার মতো।

এই ঘটনার আগে গত মাসে ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ গৌতম গম্ভীরও ইমেইলে হত্যার হুমকি পান। দিল্লি পুলিশ সেই ঘটনা তদন্ত করছে এবং গম্ভীরকে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। গম্ভীর এর আগেও ২০২১ সালে একই ধরনের হুমকি পেয়েছিলেন, তখন তিনি সংসদ সদস্য ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ
মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, এক কোটি রুপি দাবি
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু
ঢাকাসহ ১৩ জেলায় বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের আভাস
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক
দেশে ফিরলেন খালেদা জিয়া
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল
ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা
স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন, রাশিয়ায় সব বিমানবন্দর বন্ধ
দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ৭ নির্দেশনা
ভারত সফরে আসছেন পুতিন, ফোনে জানালেন মোদিকে
শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা নয়: ইরান
মাকে বিদায় জানালেন তারেক রহমান
বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করল দশম শ্রেণির এক ছাত্র
১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান
মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের অনুমতি
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট