
সারাদেশ
বকশীগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের জিঞ্জিরাম নদী থেকে ওয়াহেদ আলী নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার হয়েছে। ২৪ জুন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনসাধারণ ওয়াহেদ আলীর লাশ উদ্ধার করে। সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বিষযটি নিশ্চিত করেছেন।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ওয়াহেদ আলী(৫০) শুক্রবার সকাল থেকে নিখোজঁ হয়। পরে স্থানীয় জনসাধারণ দশানী, ব্রম্মপুত্র ও জিঞ্জিরাম নদীর মহুনা নামক স্থানে জিঞ্জিরাম নদী থেকে ওয়াহেদ আলীর লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, মৃত ওয়াহেদ আলী মৃগি রোগে আক্রান্ত ছিলো।
এএজেড
সারাদেশ নিয়ে আরও পড়ুন