রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

এক যুগ পর চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন

দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর বহু কাঙ্ক্ষিত 'রামসাগর এক্সপ্রেস' ট্রেন চালুর খবরে গাইবান্ধা জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।


শনিবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রেনটি পুনরায় চালুর কথা নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন।

এর আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে জানান, আগামী ২৯ আগস্ট ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের।

ট্রেনটি চালু হলে সাঘাটার বোনারপাড়া, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি গাইবান্ধাসহ রংপুর বিভাগের অন্যান্য জেলার মানুষের যোগাযোগের আমূল পরিবর্তন ঘটবে। এই অঞ্চলের লোকজনের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে গতি আসবে। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু দীর্ঘদিন ট্রেনটি বন্ধ থাকায় কষ্ট হলেও মানুষজন বিকল্প যানবাহনে চলাচল করতে বাধ্য হয়েছে। বিশেষ করে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অন্যতম যানবাহন ছিল এই ট্রেনটি। নতুন করে ট্রেনটি চালু হওয়ার খবরে পুরো উত্তরাঞ্চল জুড়ে যেন আনন্দের বন্যা বইছে।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে , ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় 'রামসাগর এক্সপ্রেস' ট্রেনটি। কিছুদিন চলার পর ২০১১ সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায়। সেসময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। ট্রেনটি গাইবান্ধা থেকে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুর পৌঁছে যেত। দিনাজপুরগামী এই ট্রেনটি দিনাজপুর থেকে দুপুর ২.৫০ মিনিটে বোনারপাড়া জংশন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে এসে পুনরায় সকাল ৬.৩০ মিনিটে বোনারপাড়া থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করত।

Header Ad
Header Ad

নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডবে যুবক নিহত

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁয় হঠাৎ কালবৈশাখী তান্ডবে লন্ডভন্ড বেশ হয়েছে কিছু এলাকা। বিশেষ করে জেলার মান্দা, সাপাহার ও পত্নীতলা উপজেলার কিছু এলাকার উপর দিয়ে এই ঝড় বয়ে যায়।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কালো মেঘে ঢেকে যায় চারপাশ। শুরু হয় প্রচন্ড বেগে ঝড় ও শিলা বৃষ্টি। এতে জেলার মান্দা, সাপাহার ও পত্নীতলা উপজেলার বেশ কিছু এলাকার ঘরবাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে গেছে গাছপালা ও বৈদ্যুতিক পিলার।

মান্দা উপজেলার কুসুম্বা এলাকার কৃষক আব্দুল মতিন বলেন, এসব এলাকার মাঠের ঠিক আছে আপনি প্রায় ৭০ ধান কাটা হয়েগেছে। কিন্তু বাকিগুলো ঝড়ের কারণে শুয়ে পড়েছে। প্রচুর গাছপালা ভেঙে গেছে।

এদিকে ওই উপজেলার কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামে ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে জিলুর রহমান ( ৩৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের জমিতে কাজ করছিলেন জিল্লুর। ঝড় বৃষ্টি দেখে বাড়ি ফিরছিলেন তড়িঘড়ি করে। কিন্তু পথে ফাঁকা মাঠে বজ্রপাতে মারা যান তিনি। সাথে আহত হোন শফিকুল ইসলাম নামে এক যুবক। তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে শুকানো ধান জড়িয়ে রাখার জন্য যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মনসুর রহমান বলেন, বজ্রপাতে জিল্লুর রহমান নামের একজন কৃষক নিহত হয়েছেন। শফিকুল ইসলাম নামের আরেক বাসিন্দা আহত হয়েছেন।

Header Ad
Header Ad

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ দেশে বিভক্তির সুযোগ নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতির কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “দেশ পরিচালিত হবে সকল নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই রাষ্ট্রে বিভক্তির কোনো সুযোগ নেই।”

রোববার (১১ মে) চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি শোভাযাত্রার পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় ৬১টি সংগঠন অংশ নেয়।

আমীর খসরু বলেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমাজ, দেশ, রাষ্ট্র গড়বো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা ছিল সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য। আমরা সেই চেতনায় বিশ্বাসী। আজকের শোভাযাত্রা সেই ঐক্যেরই প্রতীক।”

রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, “অপরের মতের প্রতি সম্মান জানাতে হবে। সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব নয়। আজকের এই শোভাযাত্রা রাজনীতির মাঠেও শান্তির বার্তা দেয়।”

শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “চট্টগ্রামকে শুধু একটি ক্লিন, গ্রিন, হেলদি সিটিতে নয়, শান্তিপূর্ণ ও নিরাপদ শহর হিসেবেও গড়তে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সবাই এখানে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।”

সমাবেশে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ও প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন, আর কে কে বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার মি. মরি মাসানোবু, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, এবং ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

শোভাযাত্রাটি বৌদ্ধ মন্দিরের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

Header Ad
Header Ad

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা

ছবি: সংগৃহীত

ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুব দল। রোববার ভারতের অরুনাচল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় লাল-সবুজের যুবারা।

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের পর এই জয়ে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলে গোলের দেখা পায় বাংলাদেশের ফুটবলাররা।

ম্যাচ শেষে দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, “আমি প্রথমেই অভিনন্দন জানাই আমার ছেলেদের দুর্দান্ত একটা ম্যাচ খেলার জন্য। আজকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। মালদ্বীপের সঙ্গে দুর্ভাগ্যবশত ড্র করার পর আমরা চেয়েছিলাম এই ম্যাচে শতভাগ দিতে। ছেলেরা সেটা করেছে এবং পুরো ৯০ মিনিট দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে। এটা আমার বিশ্বাস ছিল, এবং ছেলেরা দেশপ্রেম থেকে তাদের সর্বোচ্চটাই দিয়েছে।”

বাংলাদেশের এই জয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা নিশ্চিত হলো। এখন তাদের লক্ষ্য ফাইনালের টিকিট নিশ্চিত করা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডবে যুবক নিহত
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ দেশে বিভক্তির সুযোগ নেই: আমীর খসরু
ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা
বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
একদিনে চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে নতি স্বীকার: তোপের মুখে মোদী
সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন
শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে ২১ তীর্থযাত্রীর মৃত্যু
আলোচনার টেবিলে ভারত-পাকিস্তান, গুরুত্ব পাচ্ছে সিন্ধু চুক্তি ও কাশ্মির ইস্যু
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ জন আটক
আ. লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি : মির্জা ফখরুল
টাঙ্গাইলে গ্রেফতার আতঙ্কে ভাইয়ের জানাজায় অংশ নেননি আ.লীগের দুই নেতা
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত
নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল
রাজধানীতে বিদেশি অস্ত্র-বোমাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার (ভিডিও)
আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয়ের দাবি নুরুল হক নুরের
লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে ছদ্মবেশে বিমানবন্দরে যান আবদুল হামিদ
সরকারের সিদ্ধান্তের সঙ্গে বিএনপির কথা মিলে গেছে: এ্যানি
নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মকাণ্ড চলবে না: ডিআইজি
টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, নাভিশ্বাস জনজীবনে