র্যাঙ্কিংয়ে একধাপ এগোলেন সাকিব

আয়ারল্যান্ড সিরিজ খেলার আগেই সুখবর পেলেন সাকিব আল হাসান। আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। বুধবার (৩ মে) র্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা।
গত মাসে দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। অপর দুটো জিতে টাইগাররা। সিরিজে ১৩ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচায় জোড়া উইকেট শিকার করেন সাকিব।
ওই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় নবম স্থানে ওঠে এসেছেন টাইগার অলরাউন্ডার। তার রেটিং পয়েন্ট ৬৩৬। এ ছাড়া, ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আগলে রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। এই তালিকায় দশম স্থানে ওঠে এসেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। দুই ধাপ এগিয়েছেন তিনি।
এমএমএ/
