দেশে ফিরলেন মোস্তাফিজ, ইংল্যান্ড যাবেন বৃহস্পতিবার

হতাশার আইপিএল কাটিয়ে বুধবার (৩ মে) বেলা ৩টা ১৫ মিনিটে সস্ত্রীক দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। দেশে ফিরলেও ২৪ ঘণ্টাও সময় পাবেন না বিশ্রাম নেওয়ার। আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ৩ ম্যাচের সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে ইংল্যান্ডের পথে রওনা হবেন।
মোস্তাফিজ এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে হতেই তাকে খুবই গুরুত্ব দিয়ে জরুরি ভিত্তিতে চার্টার্ড বিমানে করে ভারত নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর তার রাজ্যে নেমে আসে অন্ধকার। ভারত গিয়ে তিনি বসে থাকেন। কয়েকটি ম্যাচ পর তাকে খেলানো হয়। কিন্তু ভালো করতে না পারার কারণে ২ ম্যাচ পর আবার বসিয়ে রাখা হয়। এরপর আর তাকে খেলানো হয়নি। দলের সঙ্গে ঘুরতে ঘুরতে অবশেষে তিনি আজ ফিরে আসেন দেশে।
মোস্তাফিজ যে ২টি ম্যাচ খেলেছিলেন তার প্রথমটিতে ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পরের ম্যাচে ৩ ওভার বোলিং করে ৪১ রান দিয়ে কোনো উইকেট পাননি। মোস্তাফিজ আইপিএল খেলা শুরুর করার পর এবারই সবচেয়ে হতাশার সময় পার করেছেন। খেলেছেনও বাজে।
এমপি/এসজি
