ইংল্যান্ডের পথে মোস্তাফিজ

ইংল্যান্ডের পথে মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৪ মে) সকালে রওনা হয়েছে টাইগার পেসার। যাত্রার ছবি ফেসবুকে প্রকাশ করে ভক্তদের কাছে দলের জন্য দোয়া চেয়েছেন কাটার মাস্টার।
নিজের ভেরিফাইট ফেসবুক পেজে মোস্তাফিজ লিখেছেন, ‘জাতীয় দলের দায়িত্ব পালনের সময় এসেছে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ড যাচ্ছি। টিম বাংলাদেশকে আপনার দোয়ায় রাখুন।’
আইপিএলে থাকায় বিলম্বে যাত্রা টাইগার পেসারের। বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। খেলতে পেরেছেন মাত্র দুই ম্যাচ। প্রথম সুযোগে উইকেট ১টি। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ওভারপ্রতি দিয়েছেন ১১.২৯ রান।
তিক্ত সেই অভিজ্ঞতা নিয়ে গতকাল বাংলাদেশ ফিরেন মোস্তাফিজ। পরদিনই রওনা হলো ইংল্যান্ডে থাকা জাতীয় দলের সঙ্গী হতে।
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন তারা। সিরিজ আইসিসি সুপার লিগের অংশ।
এমএমএ/
