কলকাতায় লিটনের বদলি চার্লস

দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ১৬তম সংস্করণের বাকি অংশের জন্য লিটন দাসের বদলি হিসেবে ক্যারিবীয় কিপার-ব্যাটার চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের সফল দুই মিশনে ছিলেন চার্লস। ২১৯ টি-টোয়েন্টি ম্যাচে ১৭৯ বার ওপেন করেছেন তিনি। তার গড় ২৫.৪৭ এবং স্ট্রাইক রেট ১২৫ দশমিক ৭২।
ছয় বছর জাতীয় দলের বাইরে ছিলেন চার্লস। ফিরেন ২০২২ অক্টোবর। তার পর থেকে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে চমকে দেন চার্লস।
লিটন জাতীয় দলে ফেরায় প্রথমবার আইপিএলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী ক্যারিবীয় বিগ-হিটার। পূর্বে নিজ দেশ ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে চার্লসের।
এমএমএ/
