রবিবার, ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ২২৮ রানের লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই পাঁচটি উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। তবে তার পরেও হৃদয় ও জাকের আলীর সংগ্রামী ব্যাটিংয়ে বাংলাদেশ ২২৮ রানের লড়াকু পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়। জাকের সেঞ্চুরি না পেলেও হৃদয় দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ টস জিতে ব্যাটিং শুরু করে, কিন্তু প্রথম কিছু ওভারে আক্রমণাত্মক ভারতের বোলিংয়ের সামনে দুশ্চিন্তায় পড়ে যায়। ইনিংসের ষষ্ঠ বলেই সৌম্য সরকার ২ বলে শূন্য রান করে ফিরেন। পরবর্তী বলে শান্তও শূন্য রানে আউট হয়ে যান। এতে ২ রানে দুটি উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর মেহেদী হাসান মিরাজও বড় কিছু করতে পারেননি এবং ১০ বলে ৫ রান করে আউট হন। ওপেনার তানজিদ তামিম এক প্রান্ত আগলে থাকার চেষ্টা করলেও ৯ম ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান। পরের বলেই মুশফিকুর রহিমও ডাক আউট হয়ে সাজঘরে ফিরে যান, ফলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।

তবে এরপর তাওহীদ হৃদয় এবং জাকের আলী ম্যাচে ফেরেন। তারা ধৈর্যশীল ব্যাটিংয়ের মাধ্যমে দলের সংগ্রহ বাড়াতে থাকেন। জাকের ৮৭ বল খেলে ফিফটি করেন, আর হৃদয় ৮৫ বলে ৫০ রান পূর্ণ করেন। তাদের ব্যাটিংয়ে বাংলাদেশ ১৫০ রানের বেশি স্কোর করে।

৪৩ তম ওভারে মোহাম্মদ শামির বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরে যান জাকের আলী, ১১৪ বলে ৬৮ রান করেন তিনি। এরপর তরুণ রিশাদ হোসেন চেষ্টা করলেও ১২ বলে ১৮ রান করে ফিরে যান।

অবশেষে হৃদয় একপ্রান্ত আগলে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছান, তবে পায়ে আঘাতের কারণে দৌড়ে রান নিতে সমস্যায় পড়েন। তিনি ১১৩ বলে ৫০ রান পূর্ণ করেন। শেষ দিকে ৬ বলে ৩ রান করে তাসিকন আউট হন। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে হৃদয়ও ক্যাচ আউট হন, ফলে বাংলাদেশ ২২৮ রানে অলআউট হয়ে যায়।

ভারতের পক্ষে মোহাম্মদ শামি সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন, এছাড়া হার্সিত রানা ৩টি এবং অক্ষর প্যাটেল ২টি উইকেট নিয়েছেন।

Header Ad
Header Ad

শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অভিনেত্রীকে আটক করা হয়।

রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানা তাকে হস্তান্তর করা হয়।

ফারিয়া আটক নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায়, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। 

মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

 

Header Ad
Header Ad

আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব : সালমান মুক্তাদির

ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার পরিকল্পনা করছেন জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির। সম্প্রতি এই তারকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল; আর সেখানেই তাকে দেশ ছাড়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায়।

সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির। তিনি বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।

বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।

দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।

দেশ ছাড়ার প্রসঙ্গ আবেগ নয়, বরং বাস্তবতার দিয়ে চিন্তা করে বলেছেন বলেও জানান তিনি। তার কথায়, এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।

Header Ad
Header Ad

নতুন লুকে শাকিব খানের তাণ্ডব শুরু, জয়া আসছেন ভিন্ন চরিত্রে

ছবি: সংগৃহীত

গত বছর তুফানি সাফল্যের পর ‘তাণ্ডব’ এর মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা। শোনা যাচ্ছে, ছবিটির শুটিংয়ের কাজ অনেকটাই সম্পন্ন; বাকি রয়েছে শেষের দিকের কিছু কাজ।

এদিকে গত শুক্রবার শাকিব খান ও ‘তাণ্ডব’ টিমের দল শুটিংয়ের কাজ সারতে শ্রীলঙ্কায় পাড়ি জমান। সেইখানে এই ছবির গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের কাজ করা হবে শ্রীলঙ্কা থেকে। শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।

এরই মধ্যে ছবিটি নিয়ে পাওয়া গেল নতুন এক খবর। সঙ্গে দেখা গেল ‘তাণ্ডব’ এ শাকিবের নতুন এক রুপ অর্থাৎ ছবিটির সেকেন্ড পোস্টার। এর আগে গত এপ্রিলে শাকিব খানের জন্মদিনে আসে ‘তাণ্ডব’ এর ফার্স্ট লুক। ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারে নতুন ঢংয়ের কিছু দৃশ্য, শাকিব খানের নতুন অবতার উত্তাল করেছে অনলাইন মাধ্যম।
তবে বলা যায়, রায়হান রাফীর এই ছবিতে সেই চিরচেনা লুকেই দেখা মিলল মেগাস্টারকে। দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া আহসান।

শাকিব খানের এখনকার সিনেমা মানেই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি। পোস্টারে তার হাতে পিস্তল কিংবা অস্ত্র এখন নিয়মিত বিষয়। ‘তাণ্ডব’ এর ফার্স্ট লুকে যেমন শাকিবের হাতে পিস্তল দেখা গিয়েছিল। এবারের পোস্টারেও ফুটে উঠল নায়কের রাফ অ্যান্ড ইনটেনস লুক! হাতে অস্ত্র, চোখে সানগ্লাস- যেন কোনো এক প্রতিশোধ নিতে প্রস্তত শাকিবের এই চরিত্রটি।

পোস্টারের ব্যাকগ্রাউন্ড থেকেও নজর সরানো দায়। ধোঁয়ার মাঝে ধ্বংসস্তূপ একটি পরিবেশ। সিনেমাটির এই লুকে যে এক ধরনের রোমাঞ্চ ও রহস্য তৈরি হয়েছে, তা আর বলার বাকি রাখে না।

তবে পোস্টারটি প্রকাশের সঙ্গে বিশেষ এক বার্তা দিয়েছেন নির্মাতা রায়হান রাফি ও মেগাস্টার শাকিব খান। শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্টারের ছবি প্রকাশ করে উল্লেখ করা হয়, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০ এ!
আসছে #Taandob Forecast! (তাণ্ডব পূর্বাভাস) ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!’

‘তাণ্ডব’ নিয়ে আগাগোড়াই দর্শক আগ্রহ তুঙ্গে। আর এই নতুন পোস্টার প্রকাশের পর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে- বলাই যায়। ধারণা করা হচ্ছে, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে আসতে পারে ছবিটির টিজার। মন্তব্যঘরে যা নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে দর্শকেরা।

অ্যাকশন থ্রিলার ঘরানার ‘তাণ্ডব’ এর প্রযোজনায় আছে এসভিএফ, আলফা-আই ও চরকি।

 

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব : সালমান মুক্তাদির
নতুন লুকে শাকিব খানের তাণ্ডব শুরু, জয়া আসছেন ভিন্ন চরিত্রে
দেশে ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ সংক্রমণ বাড়ছে, জেনে নিন সঠিক চিকিৎসা
শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু
ক্ষুদ্রঋণই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা
ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না: বিজেপি নেতা
ইশরাকের শপথ দাবিতে টানা চতুর্থ দিন নগরভবনের সামনে বিক্ষোভ
৩০৫৭ কবর খোঁড়া শয্যাশায়ী মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
ইমনের বিস্ফোরক সেঞ্চুরিতে বাংলাদেশের জয়
সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ জন হজযাত্রী, মৃত্যু আরও একজনের
এনসিপিতে যোগ দিলেন আ.লীগ নেতাসহ ২ শতাধিক ব্যবসায়ী
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মমিত ইসলাম
টি-টোয়েন্টিতে পারভেজ ইমনের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ১৯১
নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির
কুবিতে প্রথম ধাপের ভর্তি শেষ, আসন ফাঁকা ৩৯১
মাদক সেবনের ভিডিও ভাইরাল, নারী সমন্বয়ককে অব্যাহতি
টাঙ্গাইলে শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
বস্তি এলাকায় ডায়রিয়াজনিত পরজীবী শনাক্ত করলেন বাকৃবির গবেষকরা
আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত: ইশরাক হোসেন