রোনালদোর ৬৩তম হ্যাটট্রিক, আল-নাসরের গোলবন্যা

ক্রিস্টিয়ানো রোনালদো
সৌদি প্রো লিগের শুরুটা ভালো হয়নি আল নাসরের। লিগের নতুন মৌসুমে পরপর দুই ম্যাচে হেরেছে রোনালদো-মানের দল। এর একটিতে খেলে গোল পাননি রোনালদো নিজেও। স্বরূপে দেখা দিলো আল নাসর। প্রতিপক্ষকে রীতিমতো দুমড়ে-মুচড়ে দিয়ে জয়ের ধারায় ফিরলো দলটি। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
শুক্রবার রাত ১২টায় সৌদি প্রো-লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় তারা। দলের হয়ে ৩ গোল করেছেন রোনাল্ডো। আর বাকি ২ গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে।
ম্যাচের ২৭তম মিনিটে গোল করেন বায়ার্ন মিউনিখ থেকে আল নাসরে আসা সেনেগাল তারকা সাদিও মানে। এই গোলে সহায়তা দেন রোনালদো। ৩৮তম মিনিটে গোল করেন রোনালদো নিজেই।
ম্যাচের ৫৫তম মিনিটে ফের গোল করেন সিআরসেভেন। ৮১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের হালী পূরণ করেন সাদিও মানে। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।
এটি রোনালদোর ক্যারিয়ারে ৬৩তম হ্যাটট্রিক। বড় জয়ের পরও সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় ১০ নম্বরে রয়েছে আল নাসর। ৩ ম্যাচে ৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।
— AlNassr FC (@AlNassrFC_EN) August 25, 2023
