মেলার ষষ্ঠ দিনে নতুন বই এসেছে ১২১টি
বইমেলার ষষ্ঠ দিনে আজ সোমবার নতুন বই এসেছে ১২১টি। গতকাল রবিবার এ সংখ্যাটি ছিল ৭৩। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৪২৪টিতে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে নতুন বইয়ের সংখ্যা জানা গেছে।
জানা যায়, সোমবারের মেলায় গল্প ১৬টি, উপন্যাস ২৪টি, প্রবন্ধ ৫টি, কবিতা ৩২টি, গবেষণা ১টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ৮টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৫টি, ধর্মীয় ৩টি, অনুবাদ ১টি এবং অন্যান্য ১৩টি বই নতুন এসেছে।
মঙ্গলবারের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল (৭ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার সপ্তম দিনে মেলা বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: মাহবুব তালুকদার এবং স্মরণ আলী ইমাম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন গাজী রহমান ও আহমাদ মাযহার। আলোচনায় অংশগ্রহণ করবেন লুৎফর রহমান রিটন, ড. নিমাই মণ্ডল, আমীরুল ইসলাম এবং ওমর কায়সার।
এসজি