অর্থনীতি

এ বছর প্রবৃদ্ধি বেশি হবে না, তবে ঘাবড়ে যাবেন না: অর্থ উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম

এ বছর প্রবৃদ্ধি বেশি হবে না, তবে ঘাবড়ে যাবেন না: অর্থ উপদেষ্টা
বই উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৫ সালে দেশের প্রবৃদ্ধি (গ্রোথ) খুব বেশি হবে না, তবে এই নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি বলেন, এ বছর প্রবৃদ্ধি অনেক বেশি হবে না, আগেই বলেছি, তবে ঘাবড়ে যাবেন না। তিনি আরও আশ্বস্ত করে বলেন, “ভাত-ডালের অভাব হবে না, জীবনধারণের জন্য মানুষ যাতে কষ্ট না পায়, সে ব্যবস্থা সরকার করেছে। দেশে খাদের কিনারা থেকে ফিরে এসেছে।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত একটি বই উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, তবে সবকিছু পরিবর্তন করা সম্ভব হবে না। তিনি উল্লেখ করেন, “আমরা কিছু সংস্কার নিয়ে এগিয়ে যাচ্ছি, বিশেষত এনবিআরের নীতিগত ও প্রশাসনিক পৃথকীকরণ করা হবে।” তবে, তিনি সতর্ক করেন, “ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে, সুতরাং সবকিছু পরিবর্তন করা সম্ভব হবে না।”

এছাড়া তিনি বাংলাদেশের অর্থনীতির বর্তমান সমস্যাগুলিকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বলে মন্তব্য করেন। তবে তিনি কিছুটা স্থিতিশীলতার উন্নতি এসেছে বলে জানান, যদিও অনেক কিছু দৃশ্যমান নয়।

এছাড়া সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের ব্যবসায়ীরা কর দিতে চান না, তাহলে কর বাড়াব কোথায়? গত সরকারের সময়ে কিছু ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে কর ছাড় দেওয়া হয়েছিল। আর আমাদের ব্যবসায়ীরা এত দ্রুত ধনী হতে পারেন, পৃথিবীর কোথাও তা সম্ভব নয়।”