
টিসিবির জন্য কেনা হবে এক কোটি ১০ লাখ লিটার তেল
০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫১ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৩ পিএম

সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১ ফেব্রুয়ারি) কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
১৯৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। টিসিবিকে জরুরিভিত্তিতে স্থানীয় বাজার থেকে সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে এই সয়াবিন তেল কেনার নির্দেশ দেওয়া হয়েছে।
সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এই সয়াবিন তেল টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে ট্রাকসেলে বিক্রি করা হবে।
জেডএ/এমএমএ/