বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | ৬ আষাঢ় ১৪৩১
Dhaka Prokash

নতুন লাইসেন্স ও নবায়নে কাটছে লাল ফিতার দৌরাত্ম্য

অবশেষে লাল ফিতার দৌরাত্ম্য থেকে বের হতে যাচ্ছেন দেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছরের বদলে পাঁচ বছর করার কথা জানিয়েছে।

সম্প্রতি (১৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সবায় এ সংক্রান্ত একটি নথি অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্য এ জন্য সংশ্লিষ্ট আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে।

বিদ্যমান আইনে দেশের ব্যবসায়ীদেরকে অন্তত আটটি প্রতিষ্ঠান থেকে লাইসেন্স নবায়ন করতে হয়। এর মধ্যে আমদানি-রপ্তানি করতে গেলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শক, জাতীয় রাজস্ব বোর্ড, স্থানীয় সরকার বিভাগ এবং আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে লাইসেন্স নিতে হয়। এক বছরের জন্য দেওয়া এসব লাইসেন্স বছর শেষে আবার নবায়ন করতে হয়।

কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এই আট প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীরা নতুন লাইসেন্স করেন বা নবায়ন করতে যান তখন তাদেরকে অনেক কাঠখড় পোহাতে হয়। লালফিতার দৌরাত্ম্যে দিনের পর দিন এসব দপ্তরে হাঁটতে হয়। এতে ব্যবসায়ীদের অনেকেই এক সময় হাল ছেড়ে দেন। আবার নবায়নের ক্ষেত্রে দেখা যায়, এক দপ্তর থেকে দুই মাস সময় ব্যয় করে লাইসেন্স নবায়ন করেছেন তো আরেক দপ্তর থেকে নবায়ন করতে তিন মাস কিংবা তারও বেশি। এভাবে আট দপ্তর থেকে নবায়ন করতে গিয়ে বছর শেষ হয়ে যায়। তখন আবার নতুন করে পরের বছরের জন্য দৌড়ঝাঁপ করতে হয়।

ব্যবসা করতে হলে প্রথমেই ট্রেড লাইসেন্স নিতে হয়। এ ছাড়া, আরও অন্তত সাত প্রতিষ্ঠানের অনুমোদন বা লাইসেন্স লাগে। আইনানুযায়ী আবেদন করার সাত কর্ম দিবসের মধ্যেই লাইসেন্স ও অনুমোদন দেওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হয় না। ঘুষ ছাড়া ট্রেড লাইসেন্স মেলে না। এটা ‘ওপেন সিক্রেট’ বিষয়। ভুক্তভোগীদের অভিযোগ টাকা না দিলে মাসের পর মাস পড়ে থাকে।

অথচ প্রতিবেশি ভারতসহ অনেক দেশ এক ধাপে ট্রেড লাইসেন্স ইস্যু করে। বাংলাদেশে এখনও আট প্রতিষ্ঠানের অনুমতি লাগে।

বিশ্বব্যাংকের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে ব্যবসা সহজীকরণে সার্বিক বিবেচনায় অগ্রগতি বলা যায় না। বিশ্বের ১৯০টি দেশের মধ্যে এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। অর্থাৎ বাংলাদেশ এখনো পেছনের দিকে।

এই অবস্থায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান ভোগান্তি দূর করতে নতুন লাইসেন্স করার ক্ষেত্র সহজ করা, ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করার জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এমসিসিআই) ট্রেড লাইসেন্সের মেয়াদ বাড়ানোর জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব করে। একই সঙ্গে এর অনুমোদন প্রক্রিয়া সহজ করারও দাবি তুলেন ব্যভসায়ীরা। বিষয়টি আমলে নিয়ে সরকারও লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার সিদ্ধান্ত নেয়।

তাই সার্বিক দিক বিবেচনা করে গত ১৪ মার্চ বোর্ড সভায় ট্রেড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ট্রেড লাইসেন্সের ব্যাপারে বলা হয়েছে-সিটি কর্পোরেশনের মতো পৌরসভা, ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স এ মেয়াদ ৫ বছর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এ ক্ষেত্রে পরীক্ষামূলক আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধনীর আনা যেতে পারে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানিকারকের এনরোলমেন্ট এর মেয়াদ এক বছর থেকে তিন বছর করার অনুমোদন দিতে পারে। একইভাবে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) নিবন্ধনের মেয়াদ তিন বছর করার অনুরোধ করা হয়েছে।

যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমুহের পরিদপ্তর থেকে নামের ছাড়পত্র নিতে হয় ব্যবসায়ীদের। এজন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হয়। ভোগান্তি কমাতে প্রয়োজনে আউটসোর্সিং করে বা কোনো প্রকল্পের আওতায় দ্রুত সব কাজ করতে বলা হয়ছে।

এর বাইরে পরিবেশ অধিদপ্তর সবুজ শ্রেণির ব্যবসায়ের জন্য তিন বছর ও অন্যান্য শ্রেণির জন্য এক বছর মেয়াদী ছাড়পত্র দেয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে যৌক্তিক ক্ষেত্রে শ্রেণি পরিবর্তন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একইভাবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে লাইসেন্সের মেয়াদ তিন বছরের করার জন্য প্রয়োজনে বিধিমালা সংশোধন করতে বলা হয়েছে।

অগ্নি নিরাপত্তা লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকেও এক বছরের বদলে তিন বছর করার জন্য প্রথমে পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে সম্পৃক্তদেরকে ৫ বছরের জন্য যে সিঅ্যান্ডএফ লাইসেন্স ও শিপিং এজেন্ট লাইসেন্স দিয়ে আসছে সেটা অব্যাহত রাখতে বলা হয়েছে।

এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব। তাই আমদানি-রপ্তানির জন্য বিভিন্ন সনদ দেওয়া ও নবায়নের বিষয়টি সহজ করা হয়েছে। আগে যেখানে এক বছর মেয়াদ ছিল সেটা পাঁচ বছর করা হয়েছে। ইতিমধ্যেই এক সভায় বিভিন্ন সনদ নবায়নের সময় পাঁচ বছর করার অনুমোদন দেওয়া হয়েছে।

এনএইচবি/এমএমএ/

 

Header Ad

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

ফাইল ছবি

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। হীরকজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাসহ ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল ‌শুক্রবার (২১ জুন) দুপুর ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

পরের দিন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও আগামী রবিবার (২৩ জুন) সকাল ৭টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ হবে।

দিনটি উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে। আগামী সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এরপর ২৮ জুন হবে সাইকেল র‍্যালি।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে দেশের সব মহৎ অর্জন আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে। গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এ দল।’

তিনি সিলেট অঞ্চলের জনপ্রতিনিধিদের পানিবন্দি মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই অবস্থায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিতে হবে।’

ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে

যমুনা নদীতে বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ছবি: ঢাকাপ্রকাশ

উজান থেকে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বাড়ছে। একইসঙ্গে শুরু হয়েছে নদীর পাড় ভাঙন। বিগত ভাঙনের পর যেটুকু সম্বল বেঁচে ছিল, সেটিও ভাঙনের আশঙ্কায় চরম হতাশায় দিন পার করছেন নদীপাড়ের শতশত ভাঙন কবলিত মানুষ। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের এলাকায় ঘুরে দেখা যায়- চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, কষ্টাপাড়া ও নিকরাইল ইউনিয়নের মাটিকাটা, পাটিতাপাড়া, কোনাবাড়ী এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় কয়েক দিন ধরে ভাঙন দেখা দিয়েছে। ফলে দিশেহারা নদীপাড়ের মানুষগুলো।

নদীপাড়ের মানুষের অভিযোগ, গেল বছর ভাঙনরোধে খানুরবাড়ী, চিতুলিয়াপাড়াসহ বিভিন্নস্থানে নামমাত্র নিম্নমানের জিও ব্যাগ ফেলে জেলা পানি উন্নয়ন বোর্ড। সেগুলো এখন ধসে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া প্রভাবশালী ব্যক্তিরা প্রভাব খাটিয়ে নিজ নিজ বাড়ির সামনে জিওব্যাগ ফেলে। দরিদ্র পরিবারের বাড়ির সামনে জিওব্যাগ ফেলা হয় না।

বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ছবি: ঢাকাপ্রকাশ

গত বছর ভাঙনের শিকার একাধিক ব্যক্তিরা বলেন- শুকনো মৌসুমে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে নদীতে জেগে ওঠা চর কেটে ট্রাকযোগে বিক্রি করে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দেয়। বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। যার কারণে নদীতে পানি আসলে ব্যাপক ভাঙন দেখা দেয়।

গত বছর বন্যায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ফেলা গাইড বাঁধের জিওব্যাগ আনলোড ড্রেজারগুলোর কারণে ধসে যাচ্ছে। যার ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা ও আধ-পাকা সড়ক, গাইড বাঁধ বসত-বাড়ি, মসজিদ-মন্দির, ছোট-বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে।

পাটিতাপাড়ার ওমেছা, সুফিয়া ও কোরবান আলী বলেন- যমুনা নদীতে গত কয়েকদিন ধরে পানি বাড়ছে। এতে পানি বৃদ্ধির সঙ্গে ভাঙনও দেখা দিয়েছে। কিন্তু ভাঙনরোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। গত বছর বসতভিটা ভেঙে যেটুকু থাকার জায়গা ছিল সেটি এবারও চোখের সামনে নদী গর্ভে বিলীনের পথে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ বলেন- কিছুদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। কিন্তু ভাঙনের বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ভাঙনরোধে ঊর্ধ্বতন দপ্তরে অবগত করাসহ জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলব এবং ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন- ভূঞাপুরে ভাঙনের বিষয়টি ইউএনও’র মাধ্যমে জানতে পারলাম। ভাঙন এলাকাগুলোর মধ্যে গোবিন্দাসী ও নিকরাইলের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। এছাড়া ওই এলাকার ইকোনমিক জোনের কাজ শুরু হলে স্থায়ী বাঁধ হয়ে যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমল, শনিবার ছুটি বহাল

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষাপঞ্জি অনুসারে, এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে।

এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
যমুনা নদীতে বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ
শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমল, শনিবার ছুটি বহাল
বিষাক্ত মদপানে নারীসহ ৩৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৫
শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল
বিয়ের আসরে স্ত্রীর দাবি নিয়ে হাজির বরের খালাতো বোন
সুপার এইটে আসতে পেরে খুশি, এখন যা হবে বোনাস: হাথুরুসিংহে
বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল: ওবায়দুল কাদের
যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
নওগাঁয় ঈদের আগে ও পরে সড়কে ঝরে গেল ৫ প্রাণ
বিশ্ব শরণার্থী দিবস আজ
মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা জাতিসংঘে উত্থাপন
ক্যারিবীয়দের গুঁড়িয়ে দিয়ে সুপার এইটে শুভসূচনা ইংল্যান্ডের
৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
পালিয়ে মায়ের কাছে যাওয়ার চেষ্টা, সাততলার কার্নিশে আটকে গেল কিশোরী
প্রেমিকা নিয়ে দ্বন্দ্ব, ‘বিশেষ অঙ্গ’ হারালেন দুই বন্ধু
১৫ লাখ টাকায় ছাগল কেনা ইফাত আমার ছেলে নয়: রাজস্ব কর্মকর্তা
ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৭ লাখ মানুষ
ফুটপাথে ঘুমন্ত যুবককে বিএমডব্লিউ দিয়ে পিষে দিলেন এমপিকন্যা!