সোমবার, ১২ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

রমজান শুরু না হতেই বেগুন-শসা-লেবু-খেজুরে আগুন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রায় এক মাস থেকে বলে আসছেন, এবার রমজানে কোনো জিনিসের দাম বাড়বে না। যথেষ্ট খাদ্যপণ্য সরবরাহ রয়েছে। কিন্তু রমজান শুরুর একদিন আগেই বেগুনের বাজারে আগুন লেগে গেছে। ৪০ থেকে ৫০ টাকা কেজির বেগুনের দাম এখন সেঞ্চুরি হয়ে গেছে।

শসার কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লেবুর ডজনেও ১০ থেকে ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। দেশে চাহিদার তুলনায় খেজুর বেশি থাকলেও ইফতার শুরু করার আগেই কেজিতে ৫০ টাকা বেড়ে গেছে। তবে আপেলসহ অন্যান্য ফলের দাম এখনো বাড়েনি। আগের দামেই বিক্রি করা হচ্ছে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল বাজার, কারওয়ান বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতারাদের সঙ্গে কথা বলে এমনই চিত্র পাওয়া গেছে।

হঠাৎ করে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা খুবই ক্ষুদ্ধ। তারা বলছেন, সরকার এত কিছু বলার পর অন্য বছরের মতোই রমজানের আগেই বেড়ে গেল বিভিন্ন জিনিসের দাম। অথচ অন্যান্য দেশে বিশ্বের ধর্মীয় বা অন্য কোনো উৎসবে কমে জিনিসের দাম।

টাউনহলের সাগর স্টোরের সাহেব আলী ঢাকাপ্রকাশ-কে বলেন, রমজানে মুড়ির চাহিদা বাড়ে। তাই একটু দামও বাড়তে শুরু করেছে। বর্তমানে বরিশালের চিকন মুড়ির কেজি ১৪০ টাকা, মোটাটা বিক্রি হচ্ছে ৮০ টাকা। রোজার কারণে কিছুটা বেড়েছে। তবে চিড়ার দাম বাড়েনি।

কোনো জিনিসের দাম বেড়েছে কি না জানতে চাইলে একই মার্কেটের একতা জেনারেল স্টোরের সুমন বলেন. যা বাড়ার আগেই বেড়ে গেছে। বর্তমানে চিনির কেজি ১১২ টাকা, ডাল ১২০ থেকে ১৩৫ টাকা, ছোলা ৮৫ থেকে ৯০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

পাশের ব্যবসায়ী শফিকুল বলেন, দেশি আদা ১৫০ টাকা, বিদেশি আদা ২৪০ টাকা কেজি, পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, বসুন ১৫০ টাকা, বিদেশি রসুন ১৪০ টাকা। এসব জিনিসের দাম দুয়েক দিনে বাড়েনি। যা বাড়ার আগে বেড়েছে।

টাউনহলের সবজি বিক্রেতা আব্দুল মজিদ মিয়াসহ অন্য সবজি বিক্রেতারা বলেন, বেগুন ১০০ টাকা কেজি। কালকে তা ৭০ থেকে ৮০ টাকা বিক্রি করেছি। মোকামে বেশি দাম। কলাতিয়ার মাল ভালো, দামও বেশি। ৪০ টাকার শসা ১০০, লেবুর হালি ৬০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৬০ কেজি। মরিচের কেজি ৮০ টাকা। তবে অন্য কোনো সবজির দাম বাড়েনি বলে তারা জানান।

এ সময় মো. ওমর নামে এক ক্রেতা অবাক হয়ে বলেন, এটা মোটেই ঠিক না। তারা সুযোগ নিয়ে দাম বাড়িয়েছে। এটা কি ফরজ যে বেগুন কিনতে হবে। মুরগির দাম বেশি।

এ সময় মুরগি ব্যবসায়ী সজিব বলেন, পোল্ট্রি মুরগির কেজি ২৭০, কর্ক ৩৭০, দেশি মুরগি ৬৫০ টাকা। এত দাম কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মোকাম থেকে না কমলে আমরা কী করব? কিছু বলতে হলে তাদেরকে বলেন।

এ সময় জাহিদুল ইসলাম নামে এক সরকারি কর্মকর্তা বলেন, শুধু দাম যে বেশি তা না। ওজনও কম দিচ্ছে। এটা খুবই কষ্টের বিষয়। এভাবে প্রতারণা করছে, ভাবতে অবাক লাগছে।

এদিকে কারওয়ান বাজারেও রমজানের আগে বেগুন, লেবু, শসার দামও অনেক বেড়ে গেছে। এ বাজারের সবজি বিক্রেতা আইয়ুবসহ অন্যরা বলেন, বেগুনের কেজি ৮০ টাক। যা আগে ছিল ৫০ টাকা। লেবুর হালি ৩০ থেকে ৬০ টাকা ডজন নিলে ৯০ থেকে ১৫০ টাকা। গত শনিবারে শসা ও গাজরের কেজি ৩০-৪০ টাকা ছিল। চার দিন পরই রমজানের আগে দেড় গুণ হয়ে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে এই শসা ও গাজর। বেশি দামের ব্যাপারে তারা আরও বলেন, আড়তে দাম বেশি। তাই কিছু বললে আড়তে বলেন। তাহলে ধরা পড়বে।

এদিকে রমজানে ইফতারির আইটেমে অনেক পরিবারে ফলেরও ব্যবহার বেড়ে যায়। তাই চাহিদাও বাড়ে। এ জন্য দামও বাড়ছে। কারওয়ান বাজারের সাব্বির নামে ফল ব্যবসায়ী বলেন, ডাল গাছযুক্ত তিউনিশিয়া খেজুর ৪০০ টাকা, মরিয়ম খেজুরসহ সব খেজুরের দাম বেড়েছে। সব খেজুরের দাম কেজিতে ৫০ টাকা করে বেড়েছে। মায়ের দোয়া ফল বিতানের মনির বলেন, এক কেজির তিউনেশিয়া খেজুর ৫০০ টাকা, অন্য খেজুরের দামও বেশি।

ফল ব্যবসায়ী মনির হোসেন বলেন, আপেল ২৬০ থেকে ২৮০ টাকা কেজি , মালটা ২২০ টাকা, আঙুর ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এসব ফলের দাম বাড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে। এদিকে রমজানে মাছ, মাংসেরও চাহিদা থাকে। তাই কমছে না দাম। পোল্ট্রি মুরগি ২৬০ থেকে ২৭০, পাকিস্তানি ৩৬০ ও দেশি মুরগি ৬৬০ কেজি বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহেও ব্রয়লার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা, কক ৩৬০ ও দেশি মুরগি ৬০০ টাকা বিক্রি করা হয়।

গত সপ্তাহের মতোই গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১০০০ টাকা থেকে ১১০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে মাংস বিক্রেতা জানান। তবে অন্য জিনিসের মতো ডিমের দামও ডজনে ১০ টাকা বেড়ে ১৩০-১৪০ টাকা ডজন বিক্রি করা হচ্ছে।

জেডএ/এমএমএ/

Header Ad
Header Ad

যুদ্ধে ভারতের ৮৩ বিলিয়ন, পাকিস্তানের ৪ বিলিয়ন ডলার ক্ষতি

ছবি: সংগৃহীত

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তীব্র উত্তেজনায় পরিণত হয়। ৭ মে রাতে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ৯টি অবস্থানে হামলা চালিয়ে তার কোড নাম দেয় ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় বাহিনী তাদের ড্যাসল্ট রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে প্রায় ২৩ মিনিটের জন্য হামলা চালায়, যা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার লক্ষ্যে ছিল।

পাল্টা জবাবে পাকিস্তানও তাদের বিমান বাহিনী, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট ব্যবহার করে। ৭ মে থেকে ১০ মে পর্যন্ত ৮৭ ঘণ্টার মধ্যে, পাকিস্তান ভারতের ৩টি রাফাল যুদ্ধবিমান এবং ১২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে। এই সময়ে উভয় দেশের অর্থনীতি এবং পুঁজিবাজারেও ব্যাপক ক্ষতি হয়েছে।

ভারতের ক্ষতির পরিসংখ্যান:

- ভারতীয় পুঁজিবাজারে প্রায় ৮৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

- বিমান চলাচল খাত প্রতিদিন ৮ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।

- আইপিএল বন্ধ হয়ে ৫০ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।

- সামরিক খরচ বাবদ ১০০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

- যুদ্ধবিমান হারানোর কারণে ৪০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

- বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে আরও ২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

পাকিস্তানের ক্ষতির পরিসংখ্যান:

- পাকিস্তান ৪ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।

- পাকিস্তানের শেয়ারমার্কেট ৪.১ শতাংশ পতন ঘটিয়ে ২.৫ বিলিয়ন ডলার হারিয়েছে।

- বিমান পরিবহণ খাতে ২০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

- পিএসএল ক্রিকেট বন্ধ হয়ে ১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

- সামরিক খরচ বাবদ ২৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

এই ৮৭ ঘণ্টার যুদ্ধ শুধু আকাশপথে সীমাবদ্ধ ছিল না, এর মাধ্যমে উভয় দেশের পুঁজিবাজারে ধস এবং অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। যুদ্ধের কারণে মুদ্রার অবমূল্যায়ন, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং বিদেশি বিনিয়োগের ক্ষতি হয়েছে, যা দুই দেশকেই ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে।

Header Ad
Header Ad

আসছে ঘূর্ণিঝড় 'শক্তি' আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

ছবি: সংগৃহীত

বিগত কয়েকদিনের তীব্র তাপদাহের মধ্যে দেশের অধিকাংশ অঞ্চল গরমের তীব্রতা অনুভব করছে, যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। এই অবস্থায়, যখন জনজীবন অসহ্য হয়ে উঠেছে, তখন দেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ।

রোববার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন, বঙ্গোপসাগরে মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তিনি জানান, এই ঘূর্ণিঝড়টির নাম হবে 'শক্তি', যা শ্রীলঙ্কার দেওয়া নাম।

মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ঘূর্ণিঝড় 'শক্তি' ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ভারতের ওড়িশা উপকূল এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে। তবে বিশেষভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে এর স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা বেশি।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছিল যে, মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ অথবা ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পলাশ বলেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিতে এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদেরও সাবধান থাকতে হবে।

Header Ad
Header Ad

কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারতের আগ্রাসনের জবাবে পরিচালিত পাকিস্তানের সাহসী সামরিক প্রতিরোধ ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপন করছে দেশটির জনগণ। রোববার (১১ মে) সারাদেশে ‘শোকরিয়া দিবস’ পালন করছে পাকিস্তান। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, “মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়, সশস্ত্র বাহিনীর অতুলনীয় সাহসিকতার প্রতি শ্রদ্ধা এবং জাতির ঐক্য ও দৃঢ় মনোবলকে সম্মান জানাতেই এই দিবস পালন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ ছিল শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী, সমন্বিত ও কার্যকর জবাব। এ অভিযানের মাধ্যমে পাকিস্তান কৌশলগত, কূটনৈতিক এবং সামরিক সব পর্যায়েই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। “মহান আল্লাহর কৃপায় আমরা সাফল্য ও সম্মান অর্জন করেছি,” বলেন তিনি।

শাহবাজ শরিফ তার বক্তব্যে আরো জানান, শত্রু পক্ষের একের পর এক উসকানিমূলক আচরণের পরও পাকিস্তান সর্বোচ্চ সংযম দেখিয়েছে এবং পূর্ণ প্রস্তুতির মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে ও জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “জাতীয় নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পাকিস্তান কখনো পিছিয়ে থাকবে না।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুদ্ধে ভারতের ৮৩ বিলিয়ন, পাকিস্তানের ৪ বিলিয়ন ডলার ক্ষতি
আসছে ঘূর্ণিঝড় 'শক্তি' আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান
নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডবে যুবক নিহত
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ দেশে বিভক্তির সুযোগ নেই: আমীর খসরু
ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা
বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
একদিনে চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে নতি স্বীকার: তোপের মুখে মোদী
সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন
শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে ২১ তীর্থযাত্রীর মৃত্যু
আলোচনার টেবিলে ভারত-পাকিস্তান, গুরুত্ব পাচ্ছে সিন্ধু চুক্তি ও কাশ্মির ইস্যু
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ জন আটক
আ. লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি : মির্জা ফখরুল
টাঙ্গাইলে গ্রেফতার আতঙ্কে ভাইয়ের জানাজায় অংশ নেননি আ.লীগের দুই নেতা
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত
নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল
রাজধানীতে বিদেশি অস্ত্র-বোমাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার (ভিডিও)
আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয়ের দাবি নুরুল হক নুরের
লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে ছদ্মবেশে বিমানবন্দরে যান আবদুল হামিদ