রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট

গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ৫০ টাকার নোট আগামী ৮ জানুয়ারি থেকে ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে প্রথমে এই নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও এই নোট পাওয়া যাবে।

বুধবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে প্রথমে এই নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও এই নোট পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের নোটের মতোই অপরিবর্তিত থাকবে। তবে নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ হিসেবে চালু থাকবে।

জেডএ/এসজি

Header Ad
Header Ad

ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে কিছু ছাড় দিতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গ্রহণযোগ্য ‘জুলাই সনদ’ প্রণয়নের উদ্যোগ চলছে, আর সে পথে অগ্রসর হতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে কিছু না কিছু ছাড় দিতে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ আহ্বান জানান।

ড. রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোরও। আপনারা যারা সংগ্রামে আছেন, আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনাদের সহযোগীদের সঙ্গেও আলোচনা করুন—কীভাবে আমরা এক জায়গায় আসতে পারি, সেটি খুঁজে বের করুন।”

তিনি আরও বলেন, “আমরা জানি, সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তুলতে হবে। এটাই হবে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ।”

ড. রীয়াজ জোর দিয়ে বলেন, শুধু টেবিলে বসে আলোচনার মাধ্যমেই জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়, বরং রাজনৈতিক দলগুলোকেই নিজেদের মধ্যকার ভিন্নমত সংকুচিত করে সমঝোতার ভিত্তি তৈরি করতে হবে। এ প্রক্রিয়ায় কমিশন একটি ‘অনুঘটক’ হিসেবে কাজ করছে বলে জানান তিনি।

সংলাপে জানানো হয়, মে মাসের মাঝামাঝি থেকে দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে, যেখানে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত বিষয়ে ভিত্তি করে জাতীয় সনদের খসড়া তৈরি করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য প্রসঙ্গে ড. আলী রীয়াজ বলেন, “আমরা এমন একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, যা বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্দেশিকা হিসেবে কাজ করবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সকলের অংশগ্রহণ ও মতের সমন্বয়ই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “দেশ যখন ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের কবলে পড়েছিল, তখন তরুণদের জাগরণ মানুষকে আবার আশার আলো দেখিয়েছে। আজ আমরা এই আলোচনায় বসেছি সেই আশার আলোকে সামনে রেখে।”

সংলাপটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

Header Ad
Header Ad

নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় বি-২০২৫ ব্যাচে ‘ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ডস’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নাম: বি-২০২৫ ব্যাচ

পদের বিবরণ

শিক্ষাগত যোগ্যতা

শারীরিক যোগ্যতা:
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

বয়স: ০১ জুলাই ২০২৫ তারিখে ১৭ থেকে ২৫ বছর
বৈবাহিক অবস্থা: বিবাহিত অথবা অবিবাহিত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবশ্যক: সাঁতার জানা আবশ্যক

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ নৌবাহিনী এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Header Ad
Header Ad

শাকিবের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজশাহীতে শুটিং চলছিল আলোচিত চিত্রনায়ক শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর। তবে শুটিং সেটে ঘটল এক মর্মান্তিক ঘটনা—জীবনের ঝুঁকি নিয়ে অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়া স্টান্টম্যান মনির হোসেন আর ফিরলেন না।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে শুটিংয়ে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনির। বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফী।

রাফী জানান, “দুপুরে মনির শট দিয়েছিল, এরপর সবাই মিলে স্বাভাবিকভাবে আড্ডা দিচ্ছিল। কিন্তু হঠাৎ শরীর খারাপ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পরই জানা যায়, মনির আর আমাদের মাঝে নেই।”

স্টান্টম্যান মনির হোসেন (বামে) এবং চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

পরিচালক আরও বলেন, “সম্ভবত সকালেই সে স্ট্রোক করেছিল, কিন্তু কাউকে বলেনি। খুব কম বয়সে এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। আমরা তার পরিবারকে মরদেহ পৌঁছে দিয়েছি এবং পাশে থাকার চেষ্টা করছি।”

অন্যদিকে, সিনেমার ফাইট ডিরেক্টর সুমন রেজা জুম্মান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘তাণ্ডব’-এর একটি দৃশ্যে ১৩ তলা ভবন থেকে ঝুলন্ত অবস্থায় শট দিয়েছিলেন মনির। ধারণা করা হচ্ছে, সে সময়ই স্ট্রোক করে ফেলেন তিনি।

‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আসন্ন কোরবানি ঈদে। এতে শাকিব খানের বিপরীতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরকে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে কিছু ছাড় দিতে হবে: আলী রীয়াজ
নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও
শাকিবের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু
ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানালো বিশ্ববিদ্যালয়
নারী সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বিতর্কের মুখে সরানো হলো হাসিনার সেই কুশপুতুল
মেসি-সুয়ারেজের গোল, বড় জয় পেল মায়ামি
এলপি গ্যাসের নতুন দামের সিদ্ধান্ত আজ
সকালে কাঠবাদাম খাওয়ার যত উপকারিতা
একদিন পেছাল খালেদা জিয়ার দেশে ফেরা
ইসরাইলের অবরোধ, গাজায় ৫৭ ফিলিস্তিনির অনাহারে মৃত্যু
শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতীয় মন্ত্রী
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন ব্রাজিল-ভক্ত অভিনেতা পলাশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক
কাউকে যদি করিডোর ব্যবহার করতে দেন তাহলে জনগণের অনুমতি লাগবে: টুকু
রাজধানীর পুরানা পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী
নওগাঁয় আসামিদের নিয়মিত আদালতে উপস্থাপন না করায় ওসিকে শোকজ
মাদক সেবনের দায়ে নিষিদ্ধ রাবাদা