সারাদেশ

সাতক্ষীরায় করোনা উপসর্গে দুজনের মৃত্যু


প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ :২৮ জানুয়ারি ২০২২, ০৪:০৬ এএম

সাতক্ষীরায় করোনা উপসর্গে দুজনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ ও আক্রান্তে এ নিয়ে মারা গেলেন ৮৭৪ জন।

শুক্রবার (২৮ জানুয়ারি) পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন, সর্বশেষ মারা যাওয়া দুই ব্যাক্তি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৭ জানুয়ারি ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি রাতে তাদের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৬১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৮৩ শতাংশ।

বর্তমানে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে আজ শুক্রবার পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন সাতজন রোগী। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

জিএফ/এসআইএইচ