গণমাধ্যম

সাংবাদিক নূরনবীর জামিন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :০২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩০ এএম

সাংবাদিক নূরনবীর জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় যমুনা টিভির সাংবাদিক নূরনবী সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটির করা মামলায় জামিন পেলেন তিনি। গত বছর যমুনা টিভিতে একটি প্রতিবেদন প্রচারের পর তার বিরুদ্ধে এই মামলা হয়।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (২ ফেব্রুয়ারি) ছয় সপ্তাহের আগাম জামিন দেন তাকে।

ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে করা ওই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার নূরনবী সরকার। ওই আবেদনের শুনানি নিয়ে জামিন আদেশ দেন আদালত।

এমএ/এএস

গণমাধ্যম নিয়ে আরও পড়ুন