সারাদেশ

নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকবো না: মির্জা ফখরুল


প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ :১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০০ এএম

নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকবো না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সার্চ কমিটি গ্রহণযোগ্য নয়। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকবো না। কারণ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এটা পরীক্ষিত। সে কারণে সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ সার্চ কমিটির অধিকাংশই আওয়ামী লীগের। সুতরাং সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার প্রশ্নই আসে না।’

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থতা, দেশ পরিচালনায় ব্যর্থতা, সব দায় আওয়ামী লীগের। বর্তমান সভানেত্রী ও সাধারণ সম্পাদক এর দায় কোনো মতেই এড়াতে পারেন না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘গুম-খুন এ সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। বিনা অপরাধে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এ দেশের মানুষ নিরাপদ নয়। তাই সকলকে সোচ্ছার হওয়ার আহ্বান জানাই।’

এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

এমএসপি