ক্যাম্পাস

হিমেল ঘুমিয়ে গিয়েছেন


ফিচার ডেস্ক
প্রকাশ :০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৫ এএম

হিমেল ঘুমিয়ে গিয়েছেন

 

তানভীর তুষার

রাতে নিজের ক্যাম্পাসে, অনেক অবদানের ভুবনে, স্বপ্নে ঘেরা রাজ্যে ট্রাকের চাপায় সঙ্গে, সঙ্গে মারা যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চতুথ বর্ষের ছাত্র মাহবুব হিমেলের লাশ দাফন হয়েছে।

বুধবার ২ ফেব্রুয়ারি, ২০২২ সালে নাটোরের গাড়িখানার কেন্দ্রীয় কবরখানায় (গাড়িখানা কেন্দ্রীয় গোরস্তান) শেষ নামাজের জানাজার পর দাফন সম্পন্ন হয়েছে হিমেলের।

এই সময় তার নানা, মামা, আত্মীয় পরিজন ও ক্যাম্পাসের বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের প্রিয় ছাত্রকে শেষ বিদায়ের জানাজা পড়িয়েছেন।

ওএস।