সারাদেশ

বরিশালে খিচুরী খাওয়ার প্রতিযোগিতা!


প্রতিনিধি, বরিশাল
প্রকাশ :১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:২১ এএম

বরিশালে খিচুরী খাওয়ার প্রতিযোগিতা!

গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বরিশালে খিচুরী খাওয়ার এক ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের আনন্দ দিতে গত কয়েক বছর ধরে ভিন্নধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করছেন স্থানীয় সমাজসেবী টুলু শরীফ।

মুখোমুখি বসা চাচা ও ভাতিজা দলের ২০ জন করে ৪০ জন সদস্য। এদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। সামনে সাঁজানো ছিল ২ মণ চালের খিচুরী এবং ৩০ কেজি রান্না করা গরুর মাংস।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় নগরীর ভাটিখানা শরীফ বাড়ি গলিতে এ প্রতিযোগিতায় অংশ নেয় চাচা ও ভাতিজা দলের ২০ জন করে ৪০ জন সদস্য।

ভিন্নধর্মী এ প্রতিযোগিতা দেখতে সেখানে ভীড় করেন উৎসুক জনতা। নির্ধারিত ৭৫ মিনিটে ভাতিজা দলের সদস্যরা খেয়েছেন ৩৮ কেজি চালের খিচুরী এবং ১৫ কেজি মাংস। অপরদিকে, চাচার দল খেয়েছেন ৩২ কেজি চালের খিচুরী এবং ১৫ কেজি মাংস।

খাওয়া প্রতিযোগিতা শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বরিশালের পুলিশ সুপার আতিকুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।

জয়-পরাজয় থাকলেও এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাই বেশ আনন্দ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, স্থানীয়দের আনন্দ দিতে আগামীতেও এ প্রতিযোগিতার আয়োজন করার হবে বলে জানান সমাজসেবী টুলু শরীফ।

এমএসপি