খেলা

প্রিমিয়ার লিগ ফুটবল শুরু ৩ ফেব্রুয়ারিই


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :১৮ জানুয়ারি ২০২২, ১২:০৯ পিএম

প্রিমিয়ার লিগ ফুটবল শুরু  ৩ ফেব্রুয়ারিই

পূর্বঘোষিত সময়ে৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে  প্রিমিয়ার ফুটবল লিগ।  মঙ্গলবার (১৮ জানুয়ারি) লিগ কমিটির সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়।

আগামী ৩ ফেব্রুয়ারি লিগ শুরু করার সিন্ধান্ত নেওয়া হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়া দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাওয়ার কারণে। কিন্তু ফুটবলারদের করোনার টিকা দুই ডোজ না থাকার কারণে সেই সফর বাতিল হয়ে যায়।  সে সময়ই লিগ কমিটি থেকে জানানো হয়েছিল জাতীয় দল খেলতে না গেলে লিগ শুরুর তারিখ এগিয়ে আনা হবে। কিন্তু মঙ্গলবারের সভায় লিগ কমিটি আগের ঘোষিত তারিখই বহাল রাখে। 

এ সভায় একই সঙ্গে সাতটি ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে। এগুলো হলো গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স বসুন্ধরা কিংসের ভেন্যু। দেশের ফুটবল ইতিহাসে এটিই হবে কোনো ক্লাবের প্রথম হোম ভেন্যু।  স্টেডিয়ামের ধারন ক্ষমতা ১৫ হাজার। তবে শুরুতে ১০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। 

লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ঢাকার বাইরে ছয়টি ভেন্যুর সঙ্গে এবার আমরা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকেও ভেন্যু হিসেবে রেখেছি।  বাফুফের একটি প্রতিনিধি দল যাবে পরিদর্শনে। সেখানে গিয়ে তারা মাঠ, যাতায়াত ব্যবস্থা, প্রেসবক্স, গ্যালারি সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে আসবে।’

 

এমপি/এমএমএ/