করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬১
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ ভুগে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬১ জনের এবং সুস্থ হয়েছেন ৩১৩ জন। মৃত তিন জন ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের। তাদের দুজন নারী, একজন পুরুষ। বাকি পাঁচ বিভাগে কারও মৃত্যু হয়নি।
গতকাল বুধবার দেশে করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ২৮২ জন রোগী। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ৫ শতাংশ।
আজকের শনাক্ত মিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৮৬। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন।
/এএন