
সারাদেশ
বরিশালে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধে অভিযান

মাছের উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে দেশে অভয়াশ্রমে ১ মার্চ থেকে আগামী দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে বরিশালে অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ, জেলা টাস্ক ফোর্স ও নৌ পুলিশের কর্মকর্তারা।
বুধবার (২ মার্চ) ভোরে বরিশালের কালাবাদর নদীসহ অভয়াশ্রমগুলোতে এ অভিযান পরিচালনা হয়েছে।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, 'অভিজান চলাকালীন নদীতে কোনো মাছ ধরার ট্রলার বা নৌকা পাওয়া যায়নি।'
তিনি আরো বলেন, 'নদীতে জাল নিয়ে যাতে জেলেরা না নামে সেজন্য সকারের পক্ষ থেকে তালিকাভুক্ত জেলে পরিবারদের ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে।'
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাসনাত বলেন, 'বরিশাল অঞ্চলে কীর্ত্তনখোলা, আড়িয়ালখা, কালাবদর, মাসকাটা, জযন্তী ও মেঘনা নদীর ১৮২ কিলোমিটার এলাকায় অভয়াশ্রমের অন্তর্ভুক্ত হওয়ায় এই নদীগুলোতে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। তবে কেউ যদি গোপনে মাছ শিকারের চেষ্টা চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
এমএসপি