ভারত সফরে আসছেন পুতিন, ফোনে জানালেন মোদিকে

ছবি: সংগৃহীত
ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৫ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করেছে।
এক্সে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পুতিন বলেন— রাশিয়া সবসময় ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে থাকবে। এসময় উভয় নেতা ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান এবং ভারত সফরের আমন্ত্রণ জানান। পুতিন ফোনেই সেই আমন্ত্রণ গ্রহণ করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকেও একই তথ্য জানিয়ে বলা হয়, পুতিন মোদির আমন্ত্রণ আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং শিগগির নয়াদিল্লি সফরে আসবেন।
এর আগে ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যেটিকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিতসহ একাধিক পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধসহ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।
সৃষ্ট উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুই দেশের মধ্যে সমঝোতার আশায় কূটনৈতিক উদ্যোগের কথা বলেছেন।
