লাস ভেগাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন ছয়জন। হতাহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
স্থানীয় সময় শনিবার নেভাডায় একটি ডজ চ্যালেঞ্জার গাড়ি দ্রুত গতিতে চলার সময় আরও কয়েকটি গাড়িকে আঘাত করলে হতাহতের এ ঘটনা ঘটে। এতে এক শিশুসহ নয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
পুলিশ জানায়, সিগন্যালের লালবাতি উপেক্ষা করে দ্রুতগতিতে চলা গাড়িটি অন্য গাড়িগুলোর ওপরে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যান উদ্ধার কর্মীরা।
স্থানীয় একটি পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছিল প্রায় ১৮ দশমিক ৪ শতাংশ। যা ভেঙে দিয়েছিল পূর্বের সব রেকর্ড।
কেএফ/
