
সারাবিশ্ব
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রেক্ষিতে তাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের চিন্তা করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। ক্যানবেরা টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৯৯৯ সালে শেখ হাসিনাকে "আইন" বিষয়ে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছিল বিশ্ববিদ্যালয়টি। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে উঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করছে বিশ্ববিদ্যালয়ের সম্মাননা প্রদান কমিটি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডিগ্রি প্রত্যাহারের মতো ঘটনা অতীতে তাদের ইতিহাসে ঘটেনি, তবে তারা এখন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তটি মূল্যায়ন করছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
এই সিদ্ধান্তের আলোচনা এমন সময় সামনে এলো, যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
গণআন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশত্যাগকারী শেখ হাসিনা বর্তমানে ভারতের কোনো এক স্থানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এদিকে বাংলাদেশের পুলিশ তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার শাসনামলে ছাত্র ও সাধারণ মানুষের ওপর চালানো দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “নিরস্ত্র ছাত্রদের ওপর সহিংসতা বন্ধে শেখ হাসিনার ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োজন।”