শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

‘এনডিএ’ জোট বেশিদিন ক্ষমতায় থাকবে না: মমতা

ছবি: সংগৃহীত

কেন্দ্রে যে এনডিএ সরকার গঠন হতে চলেছে, সেই সরকার নড়বড়ে। বেশিদিন টিকবে না। ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, যারা এই মুহূর্তে এনডিএ জোটে রয়েছে, তাঁরা কেউ খুশি নয়। দ্রুত কেন্দ্রে সরকার গঠন করবে ইন্ডিয়া (INDIA) জোট।

শনিবার কালীঘাটে দলীয় সাংসদদের বৈঠকে ডেকেছিলেন মমতা। আগামী দিনে সংসদে তৃণমূলের ভূমিকা কী হবে, সেটা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, “এই সরকার আনস্টেবল। এই নড়বড়ে সরকার থাকার কোনও মানে নেই। জলদি চলে যাক। ধ্যান করুক। এরকম হলে আমরা দায়িত্ব নিতাম না। সংখ্যাগরিষ্ঠ সরকার না হলে। আমি বলেছিলাম ২০০ পার হবে না। কমিশন (Election Commission) ম্যানুপুলেট করেছে।” তৃণমূল সুপ্রিমোর সংযোজন, “আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। তবে এই সরকার বোধ হয় ১৫ দিনও থাকবে না। “

ইন্ডিয়া জোটের শরিকদের উদ্দেশে মমতার বার্তা, “নিজেদের দল সামলে রাখুন। বিজেপি আবার দল ভাঙানোর চেষ্টা করবে।”

মমতার বক্তব্য, “যারা অগণতান্ত্রিক, অসাংবিধানিকভাবে সরকার করছে তাদের জন্য আমার শুভকামনা নেই। বাকিদের শুভেচ্ছা। সবাইকে বলব নিজেদের দল সামলাতে। বিজেপি আবার পার্টি ভাঙতে চাইবে। তবে এভাবে চলবে না, নিজেরাই ভেঙে যাবে। ওরা কেউ খুশি নয়, এটা দেখতে পাচ্ছি।” বিজেপির (BJP) উদ্দেশে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “শেষ পর্যন্ত ইন্ডিয়া সরকার হবে। এরা কতদিন। একটু করে নিক। আমরা মানুষের ভালো চাই। দেশে বড়সড় পরিবর্তন, আমরা অপেক্ষায় আছি।”

নতুন সরকারের কাছে তৃণমূলের কী কী দাবি সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর কথায়, পারফরম্যান্সের নিরিখে একদিনের জন্যও যদি সরকার থাকে, তাহলে জোর করে যেসব আইন পাশ হয়েছে সেগুলি বাতিল করা হোক। CAA-NRC বাতিল করতে হবে। বাংলার যা যা পাওনা আছে সেগুলো আগে মিটিয়ে দিতে হবে। শেষে তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, ‘আমাদের এবার শক্তি অনেক বেশি।’

Header Ad
Header Ad

শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান

ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের চাকা উড্ডয়নের সময় খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানের পাইলটের দক্ষতা ও দ্রুত সিদ্ধান্তের ফলে সেটি সফলভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এ সময় বিমানে থাকা ৭১ জন যাত্রী, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল, সবাই নিরাপদে ছিলেন।

শুক্রবার (১৬ মে) দুপুর আনুমানিক আড়াইটার কিছু পর ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বাংলাদেশ বিমানের ৪৩৬-৮ ফ্লাইটটি দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পাইলট তৎক্ষণাৎ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন এবং জরুরি অবতরণের জন্য অনুমতি চান।

এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল বিমানবন্দরে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। রানওয়েতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের ইউনিট ও অ্যাম্বুলেন্সসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা। যথাযথ নির্দেশনা অনুসরণ করে পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি অবতরণ করান।

বিমানের কারিগরি বিশেষজ্ঞদের মতে, পেছনের এক চাকাতেও যদি অন্য সবকিছু সচল থাকে, তবে বিমান জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এ ঘটনার ক্ষেত্রেও তাই হয়েছে।

এদিকে এ ঘটনা জানাজানি হলে যাত্রীদের স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে সবার নিরাপদে অবতরণে স্বস্তি ফিরে এসেছে। বিমানের যাত্রী ও সংশ্লিষ্টদের দ্রুত উদ্ধার ও সেবায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলোর তাৎক্ষণিক ভূমিকা ছিল প্রশংসনীয়।

ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে বিমানবন্দর সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

Header Ad
Header Ad

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শ্রীনগর সদর বাজারে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাজারের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি।

অগ্নিকাণ্ডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের কাপড় পট্টি, বানিয়া পট্টি, গুড় পট্টি, কলা পট্টি, নিমটি পট্টি, ডাল পট্টি ও মুরগি পট্টির দোকানগুলো। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের ব্যাপকতা দেখে পরে আরও পাঁচটি ইউনিট সেখানে যুক্ত হয়। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত ২টার কিছু পর তারা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরপর ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, এক গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে তা নতুন করে ছড়িয়ে পড়ছিল। ফলে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে।

এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীরা তাদের জীবনের পুঁজি হারিয়ে ফেলেছেন। অনেকেরই গোডাউনে রাখা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী মোঃ হোসেন বলেন, “এক গলিতে আগুন নিভালেও আরেক গলিতে নতুন করে আগুন জ্বলে উঠছিল। ফায়ার সার্ভিস ও এলাকার মানুষের অক্লান্ত চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।”

প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষও ফায়ার সার্ভিসকে সহায়তা করেছেন আগুন নেভাতে।

তবে এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে। বাজার জুড়ে এখন কান্না, হতাশা আর আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। জীবনের পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

Header Ad
Header Ad

উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান

উড্ডয়নের সময় খুলে পড়ল বিমানের চাকা। ছবি: সংগৃহীত

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আকাশে ওঠার পর ভয়াবহ এক পরিস্থিতির মুখে পড়ে। উড্ডয়নের পরপরই বিমানটির একটি পেছনের চাকা খুলে নিচে পড়ে যায়। এতে ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশেই ঝুঁকির মুখে পড়ে বিজি ৪৩৬ ফ্লাইটটি।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ড্যাশ ৮-৪০০ মডেলের ফ্লাইটটি। তবে আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই পাইলট জরুরি বার্তা পাঠিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

পাইলটের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয় ইমারজেন্সি সতর্কতা। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের ইউনিট ও বিমান বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টিম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, “উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে পড়ে গেছে। তবে পাইলট পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন এবং জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “বিমানটি নিরাপদে অবতরণের জন্য আকাশে অপেক্ষমাণ রয়েছে। আমাদের বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতেও একটি পেছনের চাকায় বিমান অবতরণ করানো সম্ভব।”

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি এখনও ঢাকার আকাশে চক্কর দিচ্ছে এবং কয়েক মুহূর্তের মধ্যেই জরুরি অবতরণ করতে পারে।

ভেতরে থাকা ৭১ যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি ঘিরে যাত্রীদের স্বজন ও বিমানবন্দরের আশপাশে থাকা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান
গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত
বই ছাপার কাগজ কেনায় ৪০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ
আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় ম্যাচ বয়কটের দাবি ভারতীয়দের!
জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ
নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে: মির্জা আব্বাস
ডিসি পরিবর্তন করতে এনসিপি সংগঠক নাহিদের বিরুদ্ধে তদবিরের অভিযোগ!