সারাবিশ্ব

৫৮ পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগানিস্তানের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম

৫৮ পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগানিস্তানের
ছবি: সংগৃহীত

আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। শনিবার (১১ অক্টোবর) রাতভর দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ভয়াবহ গোলাগুলি ও পাল্টা বিমান হামলার ঘটনা ঘটে। আফগান সরকারের দাবি, পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান বাহিনী পাল্টা অভিযান চালিয়ে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং ৩০ জনকে আহত করেছে।

আফগানিস্তানের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সংঘর্ষে আফগান সেনাদের ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান সরকার আফগানিস্তানের এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে, দুই দেশের সীমান্তে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তোলে তালেবান সরকার। এরপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তারা। ইসলামাবাদ অবশ্য সেই বিমান হামলার অভিযোগ না স্বীকার করেছে, না অস্বীকার করেছে—তবে কাবুলকে আহ্বান জানায় পাকিস্তানবিরোধী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয় দেওয়া বন্ধ করতে।

শনিবার রাতের সংঘর্ষে আফগান বাহিনী হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নাঙ্গারহার ও কুনার—এই সাতটি সীমান্ত প্রদেশে পাকিস্তানের নিরাপত্তা চৌকিগুলোতে ব্যাপক হামলা চালায়। এই অঞ্চলগুলো মূলত পাকিস্তান-আফগান সীমান্তজুড়ে অবস্থিত, যা দীর্ঘদিন ধরেই দুই দেশের নিরাপত্তা উত্তেজনার কেন্দ্রবিন্দু।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি এক বিবৃতিতে জানান, “এটি ছিল পাকিস্তানের আফগান আকাশসীমা লঙ্ঘনের সরাসরি জবাব। স্থানীয় সময় মধ্যরাতে আমাদের পাল্টা অভিযান শেষ হয়।” তিনি আরও সতর্ক করে বলেন, “যদি পাকিস্তান আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করে, তবে আফগান সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত।”

অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি ও রেডিও পাকিস্তান নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, তালেবান হামলার জবাবে পাকিস্তানি সেনাবাহিনী আফগান সীমান্তের ১৯টি চৌকি দখল করেছে। চৌকিগুলোর কিছুতে আগুন লেগে যায়, এবং আফগান সেনাদের একাংশ প্রাণ বাঁচাতে পালিয়ে যায়।

এছাড়া পাকিস্তানি সেনারা আফগান তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প ও খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রেডিও পাকিস্তানের ভাষ্যমতে, আফগান বাহিনীর গোলাগুলির উদ্দেশ্য ছিল টিটিপি জঙ্গিদের সীমান্ত পার করে পাকিস্তানে প্রবেশ করানো, কিন্তু পাকিস্তানি সেনারা প্রস্তুত ছিল এবং “জোরালো প্রতিক্রিয়া” জানায়।

ঘটনার পর থেকে সীমান্ত অঞ্চলে টহল জোরদার করা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম তোলো নিউজ, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, আল-জাজিরা, এপি ও ডন নিউজ জানিয়েছে, এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করেছে।