সারাবিশ্ব

ক্যালিফোর্নিয়ায় আবারও ভয়াবহ দাবানল    


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :২২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ এএম

ক্যালিফোর্নিয়ায় আবারও ভয়াবহ দাবানল      
ছবিঃ সংগৃহীত

এই ভালো, এই খারাপ, দাবানল যেনো ঘুর্ণিপাক! যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও দাবানল দেখা দিয়েছে ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) অঙ্গরাজ্যটির ওয়েস্ট লাইলাক রোড থেকে শুরু হওয়া এই আগুন স্থানীয় সময় সকালে সান দিয়েগো কাউন্টিতে ছড়িয়ে পড়ে।

তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির বিভিন্ন এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৮৫ একর জায়গাজুড়ে আগুন জ্বলছে। দাবানলের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে এলাকাটির বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপদে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এরইমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

এর আগে, ১০ দিনের বেশি সময় ধরে দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেন বাসিন্দারা। কিন্তু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মেলেনি।

সেসময়, দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েকদিন ধরে নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশিরাও।

উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাস ৭ জানুয়ারির দাবানলকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে দেয় বিভিন্ন এলাকায়। ধ্বংসাত্মক এই দাবানলে হতাহত হয়েছেন বহু মানুষ। পুড়ে গেছে ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। সব হারিয়ে গৃহহীন হয়েছেন অন্তত পৌনে এক লাখ বাসিন্দা। ধ্বংসস্তূপে পরিণত হয় লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা।