জাতীয়

বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ৫ মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :১৩ মার্চ ২০২২, ০৫:২৮ এএম

বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে ৫ মন্ত্রী

নিত্যপণ্যের অস্বাভাবিক দাম, দ্রব্যমূল্য মজুদ পরিস্থিতি এবং আসন্ন রমজানকে সামনে রেখে জরুরি বৈঠকে বসেছেন সরকারের চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি।

বিকাল চারটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়েছে। বিকেল সোয়া পাঁচটায় এখন পর্যন্ত বৈঠক চলছে।

বৈঠক শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করবেন সংশ্লিষ্টরা।

বৈঠকে কৃষিমন্ত্রী ড.মো আব্দুর রাজ্জাক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং বিজিবি মহাপরিচালক সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

এনএইচবি/কেএফ/