জাতীয়

নাসিক নির্বাচনে আইভীসহ ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :২০ ডিসেম্বর ২০২১, ০৮:৩৪ এএম

নাসিক নির্বাচনে আইভীসহ ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারসহ ৬জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
 
দুই জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 
 
বৈধ অন্য প্রার্থীরা হলেন- খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস। 
 
স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও মো. সুলতান মাহমুদের মনোনয়ন বাছাইয়ে বাতিল করা হয়েছে। প্রার্থীতায় ভুল তথ্য দেওয়া ও ঋণখেলাপি থাকায় দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা জানান।
 
সোমবার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার মনোনয়নপত্র বৈধ ও বাতিলের সিদ্ধান্তের কথা জানান। ।
 
 
এপি/