বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কে হচ্ছেন পুলিশ প্রধান

আড়াই লাখের বেশি সদস্যের পুলিশ বাহিনীর নেতৃত্বে নতুন কেউ আসছেন, নাকি বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে— এ নিয়ে আলোচনা চলছে পুলিশের ভেতরে-বাহিরে। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তার মেয়াদের শেষ সময়ে এসে পুলিশের পরবর্তী প্রধান হিসেবে বেশ কয়েকজন কর্মকর্তার নাম আলোচিত হচ্ছে।

পুলিশের কয়েকজন কর্মকর্তা বলছেন, আলোচনায় আছেন বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে সরকার।

তবে আইজিপি পদে নিয়োগ পেতে পুলিশে বেশ কয়েকজন কর্মকর্তা মুখিয়ে আছেন। সেক্ষেত্রে বর্তমান আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বেশ কঠিন। তা ছাড়া তাকে এক বছরের জন্য নিয়োগ দিলে আগামী জাতীয় নির্বাচনের আগেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তখন নতুন কাউকে নিয়োগ দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে পরবর্তী পুলিশ প্রধান নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেবে।

পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, আইজিপি পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম। এ ছাড়াও আলোচনায় রয়েছেন অতিরিক্ত আইজিপি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। র‌্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছে তার সুনাম রয়েছে। তবে তিনি আগামী বছরের ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে। তিনি আইজিপি হলে এ পদে মাত্র চার মাস সময় পাবেন। যেহেতু ওই বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন, এক্ষেত্রে তাকে রাখতে হলে মেয়াদ বাড়াতে হবে। নির্বাচনের এই সময়ে আইজিপির পদ পরিবর্তন করা পুলিশের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। এ বিবেচনায় আইজিপি পদে তার আসার সম্ভাবনা খুব কম। তবে সবই নির্ভর করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর।

আইজিপি পদে পুলিশের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন ও মো. কামরুল আহসানের নামও আলোচনায় আছে।

তবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন মনিরুল ইসলাম। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ১৫তম বিসিএস কর্মকর্তা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জঙ্গি দমনে তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। সরকারের সর্বোচ্চ পর্যায়ে তার বিশেষ গ্রহণযোগ্যতাও রয়েছে। তা ছাড়া তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান ছিলেন। ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিট গঠনেও মূল ভূমিকা পালন করেছিলেন।

আলোচনায় আছেন ১২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা এস এম রুহুল আমিন। তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) কর্মরত রয়েছেন। পুলিশের এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্ট ও দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কাজ করেছেন। যদিও তিনি আইজিপি পদে আলোচনায় অনেকটা এগিয়ে রয়েছেন।

আইজিপি পদে নাম শোনা যাচ্ছে অতিরিক্ত আইপিজি মো. কামরুল আহসানেরও। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি।

মো. কামরুল আহসান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পুলিশের এই কর্মকর্তা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ‘পুলিশ অ্যাডভাইজার’ হিসেবে সিয়েরালিওন ও সুদানে দায়িত্ব পালন করেন। সুদান মিশনের কনটিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন তিনি। পাশাপাশি মিশনগুলোতে দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতিস্বরূপ ‘জাতিসংঘ শান্তিরক্ষা পদক’ লাভ করেন।

কেএম/এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং দলটির নিবন্ধন স্থগিত করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট বলেছেন, “আমরা কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। যুক্তরাষ্ট্র একটি মুক্ত, গণতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায়সংগত ও আইনি আচরণে বিশ্বাস করে। একইসঙ্গে প্রতিটি ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করি।”

মঙ্গলবার (১৩ মে) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা জানি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। তবে আমরা সব দেশের প্রতিই আহ্বান জানাই—তারা যেন মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। এই নীতিগুলোই যুক্তরাষ্ট্রের অবস্থান।”

এর আগে সোমবার রাতেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনের পর দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র সংকোচন ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার তদন্ত ও বিচার কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

Header Ad
Header Ad

গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, কিছু জিম্মির মুক্তির বিনিময়ে কেবল অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনায় আনা যেতে পারে।

মঙ্গলবার (১৩ মে) রাতে আহত ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে নেতানিয়াহু বলেন, “হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা—এই দুই কাজ একসঙ্গে চলবে। হামাস যদি বলে—‘আমরা আরও ১০ জন মুক্তি দিতে চাই’, তবু আমরা যুদ্ধ বন্ধ করব না।”

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, জোটসঙ্গীদের আশ্বস্ত করে নেতানিয়াহু আরও বলেছেন, “হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তবে ইসরায়েল কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে যেতে পারে—তাও নির্দিষ্ট শর্তে, যেমন বন্দি বিনিময়।”

তিনি আরও জানান, “আগামী কয়েক দিনের মধ্যে আমরা পূর্ণ শক্তি নিয়ে হামাসকে পরাজিত করতে অভিযান শুরু করব। আমাদের সেনারা ইতোমধ্যে গাজায় মোতায়েন রয়েছে।”

এর আগে সোমবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে একটি আলোচক দল কাতারে পাঠানো হয়েছে। দলটি মার্কিন সহযোগিতায় দোহায় অবস্থান করবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক মহল ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বান জানালেও নেতানিয়াহু তার আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় রয়েছেন।

Header Ad
Header Ad

সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের

এনসিপি নেতা হাসনাত। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ লেখেন, “আমাদের ভাই সাম্যর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন নৃশংস হত্যাকাণ্ডের পর যেন অন্তত আইনশৃঙ্খলা বাহিনী মাদক, চাঁদাবাজি ও অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া সোহরাওয়ার্দী উদ্যানকে কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ অনুভব করে।”

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।

সাম্য হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং আরও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রমনা বিভাগ পুলিশ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর
সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে সার্বভৌমত্ব প্রতি সম্মান জানানোর কথা বললেন প্রেস সচিব
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ২
গ্যাস কূপ খননে গতি আনতে রিগ কিনছে বাংলাদেশ: চলছে প্রস্তুতি, বাড়ছে সম্ভাবনা
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
আবারও বাড়ল স্বর্ণের দাম
নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন
কৃষি সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে ফের রেলপথ অবরোধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩
জাপান যেতে আগ্রহীদের জন্য সুখবর, জেনেন নিন খুঁটিনাটি
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত, দ্রুত নির্বাচনের তাগিদ
খাদ্য অধিদপ্তরে ১৭৯১ পদে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে
চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে আঘাত হানবে কবে?
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
এনবিআর বিলুপ্ত প্রসঙ্গে যা জানালেন অর্থ উপদেষ্টা
বিএনপিপন্থি আইনজীবীদের ধাওয়া, দৌড়ে গারদে আশ্রয় নিলেন মমতাজ