জাতীয়

ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া শনাক্তের সুপারিশ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :২২ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৫ এএম

ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া শনাক্তের সুপারিশ

ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া শনাক্ত করে পরিচয়পত্র প্রদানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির কাছে অভিযোগ রয়েছে অনেকে হিজড়া সেজে মানুষকে উত্ত্যক্ত করছে। তাই প্রকৃত হিজড়া চিহ্নিত করে তাদের সরকারি সুবিধায় আনা যায় কি না তা খতিয়ে দেখতে বলেছে কমিটি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত‌ বৈঠকে কমিটি সদস্য মো. শিবলী সাদিক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত, শবনম জাহান ও কাজী কানিজ সুলতানা অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগদান করেন।

হিজড়া জনগোষ্ঠীর প্রকৃত উন্নয়নের স্বার্থে যারা সত্যিকার অর্থেই হিজড়া তাদের খুঁজে বের করার জন্য কী করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়েছেন খোদ প্রতিমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, তার নিজ নির্বাচনী এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ‘একজন হিজড়া এসে সাহায্য চাইলে আমি তাকে কিছু টাকা দেই, কিন্তু পরে জানতে পারি হিজড়ার পরিচয় দেওয়া ওই ব্যক্তি আসলে পুরুষ। তার পরিবার রয়েছে তার স্ত্রী সন্তান রয়েছে। এ বিষয়ে প্রকৃত হিজড়ারা আমাকে জানিয়েছেন।’ এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে বলে তার কাছে খবর রয়েছে।

আবার অনেকে সাহায্য পাওয়ার আশায় ডাক্তারের কাছে গিয়ে নিজেকে হিজড়া বানানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

বৈঠকে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই গৃহনির্মাণ ব্যয় যৌক্তিক পর্যায়ে আনার জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের গৃহের ডিজাইন ও বাজেট অনুসরণে নির্মাণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

এ ছাড়া সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত 'বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প' এর মেয়াদ বৃদ্ধি হলে কার্যক্রম আরও সম্প্রসারিত করার সুপারিশ করে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম/এসএন