
জাতীয়
প্রধানমন্ত্রীর জাপান সফর ‘এই মুহূর্তে’ হচ্ছে না

প্রধানমন্ত্রীর জাপান সফর এই মুহূর্তে হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকের সুনসুকির সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডিপ্লোম্যাসিতে অনেক কিছুই হয়। শেষ মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হয়। একারণে এবার কার্টেন রেইজার করা হয়নি। পরবর্তীতে যথাসময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর জাপান সফর করার কথা ছিল।
এর আগে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আমরা শুনেছি বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভরে রাখে। এটি বিশ্বের অন্য কোথাও ঘটেছে বলে শুনিনি।
আরইউ/এসএন