ক্যাম্পাস

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদলের সংহতি


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :২৩ জানুয়ারি ২০২২, ০২:০২ পিএম

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদলের সংহতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থী‌দের উপর হামলার প্র‌তিবাদ ও শিক্ষার্থী‌দের দা‌বির প্র‌তি সংহ‌তি জা‌নি‌য়ে দেশব্যাপী কর্মসূ‌চি ঘোষণা ক‌রে‌ছে ছাত্রদল।

রোববার (২৩ জানুয়া‌রি) গভীর রা‌তে সংগঠন‌টির সহদপ্তর সম্পাদক আজিজুল হক সো‌হেলের সই করা এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ কর্মসূ‌চির কথা জানানো হয়।

চার দিনব‌্যাপী কর্মসূ‌চি হলো: মঙ্গলবার (২৫ জানুয়া‌রি) মহানগর, জেলা ও জেলা সমমান শিক্ষাপ্র‌তিষ্ঠান জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গ‌ণে সকাল ৯টা থে‌কে বিকাল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূ‌চি পালন কর‌বে। একই ভা‌বে প্র‌তি‌টি উপ‌জেলা, পৌর ও উপ‌জেলা সমমান শিক্ষাপ্র‌তিষ্ঠান ইউ‌নিট স্ব স্ব উপ‌জেলার শহীদ মিনার প্রাঙ্গ‌ণে সকাল ৯টা থে‌কে বিকাল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূ‌চি পালন কর‌বে।

আগামী ২৮ জানুয়া‌রি থে‌কে ৩০ জানুয়া‌রি পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থী‌দের দা‌বির প্র‌তি সংহ‌তি জানিয়ে দেশব্যাপী ছাত্রদ‌লের প্র‌তি‌টি ইউ‌নিট গণস্বাক্ষর সংগ্রহ ও সাম‌া‌জিক স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে প্রচার কার্যক্রম অব্যাহত রাখ‌বে।

ছাত্রদ‌লের সভাপ‌তি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হো‌সেন শ্যামল সংগঠ‌নের প্র‌তি‌টি ইউ‌নিটের সং‌শ্লিষ্ট নেতা-কর্মী‌দের ঘো‌ষিত কর্মসূ‌চি পাল‌নে আহ্বান জান‌ি‌য়ে‌ছেন।

এমএইচ/এসএন