জাতীয়

ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১০ নভেম্বর ২০২৪, ১২:৫৪ এএম

ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন
ছবি: সংগৃহীত

মাত্র তিন মাসের ব্যবধানে আবারো বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট পুলিশ সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনের কমিটি পুনর্গঠন করা হলেও, তিন মাসের মাথায় তা আবার ভেঙে দিয়ে নতুন নেতৃত্বের ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের বিশেষ শাখা (এসবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলু।

নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বর্তমান কার্যনির্বাহী পরিষদের কমিটি বিলুপ্ত করে ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, নতুন কমিটিতে ৭ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অতিরিক্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, এবং ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।