শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

আওয়ামী লীগের তৈরি আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ: ছাত্রদল সভাপতি

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

বিগত ১৫ বছর ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও নির্যাতন চালানোর অভিযোগে অন্তর্বর্তী সরকার এবার সংগঠনটিকে নিষিদ্ধ করেছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্রসঙ্গে বলেন, "আওয়ামী লীগ ২০০৯ সালে নিজেরাই তৈরি করেছিল সন্ত্রাসবিরোধী আইন। কিন্তু এখন সেই আইনেই তাদের নিজেদের সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের মুখে পড়েছে।"

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে পর্যটন শহর কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে লিফলেট বিতরণের সময় এ কথা বলেন রাকিব।

তিনি আরও বলেন, "ছাত্রদল আর শোডাউনের রাজনীতিতে নেই, এখন থেকে ব্যানার, ফেস্টুন ও আধিপত্য বিস্তারমুখী রাজনীতিতে আমাদের আস্থা নেই। আমরা নতুন ধারার রাজনীতির মাধ্যমে বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি পাল্টে দিতে চাই। দীর্ঘ ১৫ বছর নির্যাতনের শিকার হয়েও যারা রাজপথ ছাড়েনি, তাদের যথাযথ মূল্যায়ন করবে ছাত্রদল।"

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, শাকির আহমেদ, এইচ এম আবু জাফর; যুগ্ম সম্পাদক এম এম মাসুদ, আবদুল জলিল আমিনুল, রিয়াজ আনোয়ার হোসেন; সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিচুর রহমান, রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন এবং সাবেক গণসংযোগ সম্পাদক ফিরোজ আলমসহ আরও অনেকে। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী এবং সদস্যসচিব জাকারিয়া হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচির মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রতিমূলক রাষ্ট্রসত্তা এবং জাতীয় সমন্বয় কমিশন গঠনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে দলটি।

Header Ad
Header Ad

বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা

বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম তাঁর ওপর পানির বোতল নিক্ষেপকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে বাসায় আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার (১৬ মে) বিকেলে গোয়েন্দা (ডিবি) পুলিশ হুসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে। পরে ডিবি কার্যালয়ে শিক্ষার্থী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা এবং আন্দোলন শেষে তাকে বাসায় আসার আমন্ত্রণ জানান।

এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পরই অভিভাবকের জিম্মায় দেওয়ার অনুরোধ করেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে হুসাইন ও তার মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তথ্য উপদেষ্টা, যেখানে তিনি জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত সমাধানের রোডম্যাপ আসছে।

ওই পোস্টে তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, জবির শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুতই সমাধান হবে।

উল্লেখ্য, আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় গত বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে এক শিক্ষার্থী তাঁর দিকে একটি পানির বোতল ছুঁড়ে মারলে সেটি মাথায় লাগে। এরপর আর কিছু না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

Header Ad
Header Ad

এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‌‘জাতীয় যুবশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ১৩১ সদস্যের একটি কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ঘটে। এতে আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী।

ঘোষিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক হিসেবে নাম ঘোষণা করা হয় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

Header Ad
Header Ad

পেটে বাচ্চাসহ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে পেটে বাচ্চাসহ গাভী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে সোহেল মিয়া নামে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে টাঙ্গাইল পৌর শহরের বটতলা বাজারে ওই ব্যবসায়ীর কসাইখানায় গিয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক  আসাদুজ্জামান রোমেল জরিমানা করে।

সোহেল মিয়া টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, সোহেলের মাংসের দোকানে কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে একটি গাভী গরু দেখতে পান। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষার পর সেই গাভীটির পেটে দুই মাসের বাচ্চা রয়েছে শনাক্ত করে।

টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শাহিন আলম বলেন, শহরের বটতলা বাজারে সোহেল মাংসের দোকানে একটি গাভী গরু জবাই করা হয়েছে জানতে পেরে গরুটি পরীক্ষা করে দেখেন ২ মাসের পেটে বাচ্চা রয়েছে। পরে ভোক্তা অধিদপ্তর থেকে সোহেল নামে ওই মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খবর পেয়ে মাংস ব্যবসায়ী সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে। পরে তাকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৭০ কেজি মাংস জব্দ মাটিতে পুতে রাখা হয়েছে।

এ সময় টাঙ্গাইল সদর উপজেলার সেনেটারী ইনচার্জ সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন  অব বাংলাদেশ ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, এএস আই মিলন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ
পেটে বাচ্চাসহ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ
প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের
বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক
শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান
গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম