সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

জন্মলগ্নের শুভ কামনা প্রিয় ঢাকাপ্রকাশ

মানুষ সত্যের ভিত বলে থাকে গণমাধ্যমকে। কারণ আমরা বিভিন্ন জায়গার সংবাদ প্রথমেই গণমাধ্যমে পেয়ে থাকি। অজানা খবরের প্রতি আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয় গণমাধ্যম থেকে। গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সব ধরনের মাধ্যম যা প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রচার মাধ্যম যা ইলেক্ট্রনিক মিডিয়া নামে পরিচিত, বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে তাদের তথ্যাবলী প্রেরণ করে। মুদ্রিত মাধ্যম হিসেবে সংবাদপত্র, সাময়িকী, নিউজলেটার, বই, লিফলিটে বিষয়বস্তু তুলে ধরা হয়। গণমাধ্যম হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ।

তথ্য সূত্রে জানা যায়, ঢাকাপ্রকাশ নামক একটি পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা যেটা ১৮৬৫ সালে এপ্রিলে স্বনামধন্য কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হয়। কোনো কারণে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। একই নামে ঢাকাপ্রকাশ (dhakaprokash24.com) নামক মাল্টিমিডিয়া নিউজপোর্টাল ২০২১ সালে ১লা ডিসেম্বর মোস্তফা কামাল এর সম্পাদনায় নতুন আঙ্গিকে প্রচারে আসে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে 'সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি' স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং খাঁটি সংবাদ পরিবেশন শুরু করে ঢাকাপ্রকাশ।

‘ঢাকাপ্রকাশ’ বর্তমানে একটি আলোচিত মাল্টিমিডিয়া নিউজপোর্টাল। ৭ লক্ষের অধিক পাঠকের পছন্দের তালিকায় ঢাকাপ্রকাশ।

ঢাকাপ্রকাশের জনপ্রিয়তার কারণ হলো মাল্টিমিডিয়া নিউজপোর্টালের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করা, যা আমরা 'ঢাকাপ্রকাশ' পোর্টালের মধ্যে পেয়ে থাকি। গণতান্ত্রিক নিয়মগুলোকে কার্যকরভাবে টিকিয়ে রাখতে ও জনগণের মতামতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে ঢাকাপ্রকাশ।

ঢাকাপ্রকাশ জনগণের সেবায়। তাই, নিউজগুলো জনসাধারণের কাছে সমাদৃত হয়।

মাল্টিমিডিয়া নিউজ পোর্টালের লক্ষ্য হল আইনের শাসন, মানবাধিকার, লিঙ্গ সমস্যা, জাতীয় স্বার্থ, সংবাদপত্রের স্বাধীনতা, স্বচ্ছতা ও প্রশাসন এবং বাণিজ্য ও শিল্পের জগতের লোকেদের জবাবদিহিতা, যা সংবাদপত্র আপোস করেনি, সেটাও ঢাকাপ্রকাশের মধ্যে প্রকাশ পায়।

সংবাদ প্রতিবেদনের পাশাপাশি, নিউজপোর্টালটি দেশ ও বিদেশের কর্মীদের, অন্যান্য পেশাদার এবং প্রতিভাধরদের দ্বারা বিশেষ প্রতিবেদন, মানব-আগ্রহের গল্প, বৈশিষ্ট্য, নিবন্ধ, প্রবন্ধ এবং সাহিত্য প্রকাশ করে। এক কথায় ‘ঢাকাপ্রকাশ’ নিউজপোর্টালটির এ সব প্রকাশে কোনো কমতি নেই।

ঢাকাপ্রকাশের আমি একজন নিয়মিত পাঠক। ঢাকাপ্রকাশ মাল্টিমিডিয়া নিউজপোর্টালের প্রচারণায় আমরা সহজেই যতটুকু পেয়েছি—
১ বছরে তাদের অগ্রগতি দেখে প্রকাশ পায় যে নিঃসন্দেহে ভালো মানের একটি নিউজপোর্টাল। সংবাদ জগতে সেই প্রতিষ্ঠান এগিয়ে, যে প্রতিষ্ঠান আগে সংবাদ প্রকাশ করে থাকে, সেই দিক থেকে ঢাকাপ্রকাশ অন্যতম।
ঢাকাপ্রকাশে সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাই। অনেক পোর্টালের আগে সংবাদ আমাদের কাছে চলে আসে।

ঢাকাপ্রকাশের লেখার ভাষা অনেক মার্জিত। নিউজপোর্টালটি জাতীয় এবং আন্তর্জাতিকসহ বিভিন্ন আইটেমের অডিও এবং ভিজ্যুয়াল প্রকাশ করে। নিউজপোর্টালটি তার ই-পেপারের মাধ্যমেও সংবাদ প্রকাশ করে।

ঢাকা প্রকাশের অগ্রগতিকে সাধুবাদ জানাই। হয়ত এমন কিছু করতে পারলে ঢাকাপ্রকাশের পরিচিতি আরও বেশি হতে পারে। মতামত হলো—

*মাল্টিমিডিয়ার যে সকল প্রতিনিধি রয়েছেন তাদের সহযোগিতায় নিউজপোর্টাল কর্তৃপক্ষের পাশে থাকা।
*প্রতিটি জেলা, থানা/উপজেলা, বিশ্ববিদ্যালয়, বন্দরসহ প্রয়োজনীয় স্থানে প্রতিনিধি নিয়োগ করা।
*সত্য তথ্যের সন্ধানে প্রতিনিধিদের উদ্বুদ্ধ করা।
*পোস্টার, লিফলেট, স্টিকারের মাধ্যমে প্রচারণা বাড়ানো।
*বছরে অন্তত একটি সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা।
*ফটো কনটেস্টের আয়োজন করা।
*প্রতিনিধিদের সঙ্গে প্রতি মাসে সম্পাদক/অফিস কর্তৃপক্ষের যোগাযোগ রাখা, এতে প্রতিনিধিদের মনোবল বাড়ে।
*বর্ষসেরা প্রতিনিধিদের পুরস্কৃত করা।
*বিশেষভাবে সঠিক তথ্য সংগ্রহের লক্ষে ঘটনা স্থলে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করা এবং পাশাপাশি কপি সংবাদ সংগ্রহ না করার অনুরোধ।
*সম্মানীর ব্যবস্থা করা।
*ন্যূনতম এইচএসসি পাশ ব্যক্তিদের প্রতিনিধি হিসাবে নিয়োগ প্রদান করা।

লেখক:শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনলোজি খুলনা।

আরএ/

Header Ad
Header Ad

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন    

টেলিভিশন পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী। ছবিঃ সংগৃহীত

টেলিভিশন পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিনেতার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটি পোস্টে অপূর্ব বিষয়টি নিশ্চিত করেছেন।

এক ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

নির্মাতা ইমরাউল রাফাত ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন, আমার ভাই শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে রাত ৩:৩০ মিনিটে ইন্তেকাল করেছে।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পান এই তরুণ তুর্কী। এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়।

Header Ad
Header Ad

কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ব্রাজিল চ্যাম্পিয়ন    

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এ নিয়ে রেকর্ড ১৩তম শিরোপা জিতল ব্রাজিল। ছবিঃ সংগৃহীত

চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল ব্রাজিলের যুবারা। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে চার গোল তো দেয়া হয়নি, বরং ৩-২ গোলে হেরেছে ক্লদিও এচেভেরির দল। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে তাই অনেকটা হেসেখেলেই কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল।

চূড়ান্ত পর্বে ৫ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১৩ আর আর্জেন্টিনার ১০। এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। কলম্বিয়া ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৯। তবে হেড টু হেডে কলম্বিয়া তৃতীয় আর প্যারাগুয়ে টুর্নামেন্টটা শেষ করল চারে থেকে।

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এ নিয়ে রেকর্ড ১৩তম শিরোপা জিতল ব্রাজিল। ২০২৩ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত সবশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই প্রতিযোগিতায় উরুগুয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮বার আর আর্জেন্টিনা শিরোপা জিতেছে ৫বার।

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল-আর্জেন্টিনার পয়েন্ট ছিল সমান ১০। গ্রুপে ৬-০ গোলে হারলেও চূড়ান্ত পর্বে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। তাতে দুই দলের পয়েন্ট সমান হয়ে যায় আর শিরোপা ভাগ্য গড়ায় শেষ ম্যাচ পর্যন্ত। হেড টু হেডে সমতা থাকায় নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা জিতলে শিরোপা নির্ধারিত হত গোল গড়ে। তবে আর্জেন্টিনা ম্যাচ হারায় গোল গড়ের আর দরকার হয়নি। ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করেছে নেইমারের উত্তরসূরিরা।

Header Ad
Header Ad

আজ থেকে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি

ছবিঃ সংগৃহীত

রংপুর বিভাগের পাঁচ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার বৃহৎ কর্মসূচি শুরু হচ্ছে আজ। কর্মসূচী বাস্তবায়নে ইতিমধ্যে তিস্তার বুকে মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগসহ বিশ্ব পরিমন্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার এই কর্মসূচী পালন করা হবে।

জানা যায়, তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচী পালিত হবে।

কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে তিস্তার মহিপুরে কর্মসূচীকে ঘিরে ৩টি বড় বড় প্যান্ডেল করা হয়েছে। এর মধ্যে একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য, একটি রাত্রি যাপনের এবং একটি খাবার তৈরি ও পরিবেশনের।

লালমনিরহাট কালিগঞ্জের আনিছুল ইসলাম বলেন, প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের রাত্রিযাপনের প্যান্ডেল, সমাবেশ ও বিনোদনের জন্য মঞ্চ তৈরি, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপনসহ সকল ধরনের কাজ শেষ হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে সরকার যদি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে তবে লাগাতার কর্মসূচী চলবে।

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোন ব্যক্তি, গোষ্ঠি বা কোন রাজনৈতিক দলের নয় জানিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, এটি রংপুর বিভাগবাসীর আন্দোলন। এই আন্দোলন জনদাবিতে পরিণত হওয়ায় এতে তিস্তাপাড়ের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ রয়েছে। দু’দিন ব্যাপক লোকসমাগম ঘটবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭ তারিখ তিস্তাপাড়ের সমাবেশে বক্তব্য দেবেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানাতে তিস্তাপাড়ে আসবেন।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন    
আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ব্রাজিল চ্যাম্পিয়ন    
আজ থেকে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি
ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান ম্যাক্রোঁর    
বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত  
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার
গঙ্গা পানি চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয়ে জয়শঙ্করের সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার
মিঠাপুকুরে এক যুগেও চালু হয়নি ইকোপার্ক, শত কোটি টাকার প্রকল্প প্রশ্নবিদ্ধ
মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি
মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত
কেমন হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি
‘হজযাত্রী প্রতি অতিরিক্ত ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’
হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি: অবস্থান কর্মসূচির ঘোষণার পর খুলল ৬ জলকপাট
বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির অভিযোগে দুটি স্টল বন্ধ
ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করানোর নামে লাইভে এসে কাপড় বেচলেন পরীমণি
উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে
দেশকে কারা নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে: তারেক রহমান
বিদ্রোহ থেকে সরে এলেও অনুশীলনে যোগ দিচ্ছেন না সাবিনারা
প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ
নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা, গৃহযুদ্ধের আশঙ্কা ব্যারিস্টার মামুনের