পাঠকের কথা

কোয়েল তালুকদার এর কবিতা ‘যেদিন প্রথম এলে’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১২ মার্চ ২০২৩, ১২:০১ এএম

কোয়েল তালুকদার এর কবিতা ‘যেদিন প্রথম এলে’

আমার বাড়ির আঙিনায় যেদিন তুমি

প্রথম পা ফেলেছিলে

কোথা থেকে সেদিন শুকপাখিরা উড়ে এলো দলে দলে

সাদা মেঘের মতো গন্ধরাজ ফুলগুলো ফুটে উঠল

মেঘ ভেঙে বৃষ্টিও হলো অঝোরে ।

কবিতার খাতার সাদা পাতায় কত অজস্র

কবিতা লেখা হলো-- লেখা হলো তোমার কত নাম,

কত মধুবন্তী গানের চরণে খাতা ভরে গেল,

ভরে গেল কত সঞ্চারীতে ....

লিখে রাখা হয়েছিল মেহেদী মাখা তোমার হাতের কথা

মায়াবী রাতের কথা, চাঁদের কথা--

চাঁদমুখী কুঞ্চিত মুখের কথা, কত যে আরও রূপকথা!


ডিএসএস/

পাঠকের কথা নিয়ে আরও পড়ুন