
পাঠকের কথা
দিলু রোকিবার কবিতা ‘জ্বলছে ভাগ্যের চাকা’

জ্বলছে আগুন পুড়ে জিনিস
বন্ধ ভাগ্যের চাকা।
আগুনে জ্বলে কাপড় পুড়ে,
ব্যবসায়ীদের ভাগ্য আজ ফাঁকা।
রমজানের অধিক মুনাফা লোভে,
মজুদ করে রাখে।
আল্লাহ জানে কার ভাগ্যে আজ,
কোন মসিবত থাকে।
কতলোকের স্বপ্ন পুড়ে,
সব হয়েছে শেষ।
পুড়ে কাপড় টনকে টন,
পুড়ে নগদ ক্যাশ।
ফায়ার সার্ভিসের আর্মি লোক,
জীবন বাজী ধরে।
পানি দিয়ে সব সরিয়ে,
যাচ্ছে দেখও লড়ে।
আল্লাহ আজ পাপি বান্দাদের
রহম করও তুমি।
আগুন থেকে দাও বাঁচিয়ে
আমাদের জন্মভূমি•••
ঢাকা,মোহাম্মদপুর
ডিএসএস/
পাঠকের কথা নিয়ে আরও পড়ুন