পাঠকের কথা

শাকিল ইসলাম এর কবিতা ‘রবীন্দ্রনাথের ছেলেবেলা’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০৮ মে ২০২৩, ০৩:০০ এএম

শাকিল ইসলাম এর কবিতা ‘রবীন্দ্রনাথের ছেলেবেলা’

রবীন্দ্রনাথের ছেলেবেলা

রবীন্দ্রনাথ খুব অল্প বয়সে,

বিদ্যালয়ে যাওয়ার বায়না অনায়াসে;

বাড়ির অভিভাবক বাধ্য হয়ে অবশেষে,

মিটবে জ্ঞান তৃষ্ণা সাহিত্য অভিলাষে।

কাজ ছিলো একাকী ঘুরে বেড়ানো,

সমবয়সীদের সাথে মন ভোলানো;

বাড়ির বড়দের সাথে সময় কাটানো,

সাহিত্যের আকর্ষণে হৃদয় আচ্ছন্ন।

আট বছরে কবিতা লেখা শুরু,

কুস্তির প্রতি আসক্ত তরুণ কবিগুরু ;

শিক্ষকের কাছে হাড় চেনা যখন তরু,

ছুটির দিনে ছবি আঁকায় বিদ্যা পুরু।

গান গাওয়ার বিদ্যার হাতেখড়ি,

বাড়ির বড়দের শুধু কড়াকড়ি;

কিশোর রবীন্দ্রনাথের জ্ঞানের ছড়াছড়ি,

সাহিত্যের অঙ্গনে বিশ্বকবির নেই জুড়ি।

 

ডিএসএস/ 

পাঠকের কথা নিয়ে আরও পড়ুন