ঝালকাঠিতে এসির বিষাক্ত গ্যাসে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে এসির বিষাক্ত গ্যাসে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত দম্পতির ছেলেসহ ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) ভোর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া চান্দের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফোরকান হাওলাদার (৪৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফোরকান হাওলাদার জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে স্ত্রী মাহিনুর বেগম, ছেলে মাইনুল ইসলাম, ছোট ভাই রুবেলের স্ত্রী মাহফুজা বেগম ও ভাইয়ের মেয়ে সারা মনিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে এসিতে শব্দ হয়। এরপরই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ওই কক্ষে। সেখানে থাকা সবাই অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বড় ভাই সেলিম হাওলাদার ১১টার দিকে গেটের তালা ভেঙে ফোরকান হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগমকে মৃত ও বাকিদের অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মাহফুজা বেগম বলেন, রাত ১১টার দিকে সবাই ঘুমাতে গেলে এসি থেকে শব্দ শুনতে পাই ও গন্ধ বের হতে থাকে। আমি বারবার উঠার চেষ্টা করেও উঠতে পারিনি। পরে আর কিছু বলতে পারি না। সবাই আমাদের ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মো. আমির সোহেল বলেন, আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তারা মোটামুটি সুস্থ আছে। আমরা তাদের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, জেনারেটর দিয়ে এসি চালানোর কারণে রাতেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এসজি/
