বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

২৭ লাখ টাকা ও ১ কেজি স্বর্ণালঙ্কারসহ গণপূর্তের প্রকৌশলী আটক

২৭ লাখ টাকা ও ১ কেজি স্বর্ণালঙ্কারসহ গণপূর্তের প্রকৌশলী আটক। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল অংকের নগদ ২০ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রকৌশলী হারুন অর রশীদকে আটক করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাসদস্যরা তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যান।

সিএন্ডবি রোডের সড়ক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রায়হান বলেন, ট্রাফিক ব্যবস্থাপানার দায়িত্বকালে বিলাসবহুল গাড়িটি থামানো হয়। প্রিমিও ব্র্যান্ডের ঢাকা মেট্রো-গ ৩৫-৪৬৬৪ নম্বরের গাড়িটি তল্লাশি করা হলে গাড়িতে থাকা ব্যাগভর্তি টাকা ও স্বর্ণালংকার দেখতে পাই। পরে সেটি আটক রেখে সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেওয়া হলে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

সেনাবাহিনীর ক্যাডেট আন্ডার অফিসার সুন্দরবন রেজিমেন্টের সুজন হোসেন বলেন, ১২ লাখ টাকা মূল্যমানের ইউএস ডলার এবং নগদ ২৭ লাখ টাকা এবং প্রায় ১ কেজি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এছাড়া বেশ কিছু ব্লাংক চেক ও প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার সম্পদের কাগজপত্র পাওয়া গেছে।

তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। তারা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

গাড়ির চালক আলতাফ হোসেন বলেন, বিকেল ৩টায় হারুন অর রশিদ সাহেবকে পটুয়াখালী সরকারি বাসভবন থেকে নিয়ে আসি। বরিশাল নগরীর সিএন্ডবি রোডের চৌমাথায় আসলে শিক্ষার্থীর আটকে দেয়। গাড়িটি ভাড়ায় চালিত একটি প্রাইভেটকার। তাকে কুষ্টিয়া সদরের কুষ্টিয়া আবাসিক এলাকার বাসায় পৌঁছে দেওয়ার কথা ছিল। এর আগেও তাকে কয়েকবার কুষ্টিয়ায় নিয়ে গেছি।

গাড়িতে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ব্যাগে যে টাকা রয়েছে তা আমার বৈধ উপায়ে উপার্জিত। বাবা-মা অসুস্থ। তাদের চিকিৎসা করানোর জন্য ওই অর্থ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যার পর বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর জামান পলিনসহ শিক্ষার্থীরা টাকাভর্তি গাড়ি নিয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ ও তার পরিবারের সদস্যদের নিয়ে আসে। উদ্ধারকৃত টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিক্ষার্থীরা গণনা করেছেন।

Header Ad
Header Ad

গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় এক রাতে অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় দুটি হাসপাতাল লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন ৩০ জন, আর উত্তর গাজায় মধ্যরাতের পর থেকে হামলায় নিহত হয়েছেন ৫১ জন।

বুধবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান ও নাসের হাসপাতালের ওপর চালানো হামলায় নিহতদের মধ্যে এক সাংবাদিকও রয়েছেন, যিনি চিকিৎসা নিতে গিয়েছিলেন। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি চরমভাবে লঙ্ঘন করে বলেও উল্লেখ করেন মানবাধিকার কর্মীরা।

এরপরপরই উত্তর গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ৪৫ জন নিহত হন।

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯০৮ জন, আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭২১ জন—এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মাত্র দুই মাসের ব্যবধানে (১৮ মার্চ থেকে ১৪ মে) নিহত হয়েছেন ২ হাজার ৭৮০ জন, আহত হয়েছেন আরও প্রায় ৭ হাজার ৭০০ জন।

জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এ অঞ্চলের প্রায় সব অবকাঠামো হয় ধ্বংস হয়েছে, নয়তো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এ গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

এই বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ চললেও ইসরায়েল এখনো হামলা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ক্রমশ জোরালো হচ্ছে।

Header Ad
Header Ad

চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব নয়।”

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দর নিয়ে আগে শুধু লেখালেখি করেছি। এবার সরেজমিনে দেখে কাজ শুরু করার সুযোগ পেয়েছি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বন্দরের সক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রথম দিন থেকেই চেষ্টা করছি চট্টগ্রাম বন্দরের কাঠামোগত ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে এটিকে একটি সত্যিকারের আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলার।”

বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশি অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন ড. ইউনূস। তিনি জানান, এ লক্ষ্যে সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান ড. ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। সফরসূচি অনুযায়ী তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ ও কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং দলটির নিবন্ধন স্থগিত করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট বলেছেন, “আমরা কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। যুক্তরাষ্ট্র একটি মুক্ত, গণতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায়সংগত ও আইনি আচরণে বিশ্বাস করে। একইসঙ্গে প্রতিটি ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করি।”

মঙ্গলবার (১৩ মে) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা জানি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। তবে আমরা সব দেশের প্রতিই আহ্বান জানাই—তারা যেন মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। এই নীতিগুলোই যুক্তরাষ্ট্রের অবস্থান।”

এর আগে সোমবার রাতেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনের পর দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র সংকোচন ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার তদন্ত ও বিচার কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর
সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে সার্বভৌমত্ব প্রতি সম্মান জানানোর কথা বললেন প্রেস সচিব
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ২
গ্যাস কূপ খননে গতি আনতে রিগ কিনছে বাংলাদেশ: চলছে প্রস্তুতি, বাড়ছে সম্ভাবনা
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
আবারও বাড়ল স্বর্ণের দাম
নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন
কৃষি সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে ফের রেলপথ অবরোধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩
জাপান যেতে আগ্রহীদের জন্য সুখবর, জেনেন নিন খুঁটিনাটি
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত, দ্রুত নির্বাচনের তাগিদ
খাদ্য অধিদপ্তরে ১৭৯১ পদে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে
চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে আঘাত হানবে কবে?
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত