কাজে ফিরেই চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ মহড়া

কাজে ফিরেই চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ মহড়া। ছবি: ঢাকাপ্রকাশ
বিশেষ মহড়ার মধ্য দিয়ে কাজে ফিরেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। সোমবার (১২ আগস্ট) বিকেল চারটায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ লাইন্স থেকে মহড়াটি বের হয়। এরপর দামুড়হুদা দর্শনা হিজলগাড়ি সরোজগঞ্জ হয়ে ভালাইপুরে বাজারে যায়। তারপর চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।
এ সময় চুয়াডাঙ্গা পুলিশ সপুার আর এম ফয়জুর রহমান বলেন, ছাত্র-জনতা ও পুলিশ মিলে চুয়াডাঙ্গার আইন- শৃঙ্খলা ভাল রাখবো। দেশটাকে সুন্দর করবো।
মহড়ায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) নাজিম উদ্দীন আল আজাদ, সহকারী পুলিশ সুপার সদর- আলমডাঙ্গা সার্কেল আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা'সহ পাঁচটি থানা, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এ মহড়ায় অংশ নেন।
