
সারাদেশ
বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ের সীমান্ত সম্মেলন বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই সম্মেলনে অংশ নিতে ভারতের বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী এবং যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদের শুভেচ্ছা জানান। বেনাপোল আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ দলটিকে ফুল দিয়ে বরণ করা হয়। একইভাবে বিএসএফের পক্ষ থেকেও বিজিবি দলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সীমান্তে শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজিবির খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. খসরু রায়হান।