ডা. মুরাদ ও নাহিদের বিরুদ্ধে বরিশালে বিএনপির মামলা
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক নাহিদের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটি আদেশের জন্য রেখেছেন। মামলা সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন ডা. মুরাদ হাসান। মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল গত ১ ডিসেম্বর মিডিয়া উপস্থাপক হিসাবে এ সাক্ষাৎকার গ্রহণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ওই বক্তব্য সিডি আকারে মামলার আবেদনের সঙ্গে জমা দেওয়া হয়।
জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্যে প্রকাশিত ভিডিও প্রকাশ ও প্রচারে দেশের রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। ফলে দেশে ব্যাপক হারে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা রয়েছে বলে নালিশী মামলায় উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সাইবার ট্রাইবুনালের সরকারি আইনজীবী ইসতিয়াক আহমেদ রুবেল বলেন, বিচারক গোলাম ফারুক নালিশী মামলা গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন।
এ/এএন