চালের দাম নিয়ন্ত্রণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়: টিপু মুনশি

চুয়াডাঙ্গায় বাণিজ্যমন্ত্রী
চালের দাম নিয়ন্ত্রণ করবে খাদ্য মন্ত্রণালয়, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকলের মাড়াই মওসুম উদ্বোধন করতে এসে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নেরে উত্তরে এসব কথা বলেন মন্ত্রী ।
তিনি আরও বলেন, 'টিসিবির জন্য ট্রাক বাড়ালে হবে না, পণ্য থাকতে হবে। প্রতিটি উপজেলায় সপ্তাহে এক ট্রাক করে টিসিবির পণ্য পাঠানো হবে। কয়েক মাসের মধ্যে ১০০ ট্রাক বাড়াতে পারব। আন্তর্জাতিক বাজার থেকে তেল, ডাল ও চিনি আনতে হয়। আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে পণ্যর মূল্য নির্ধারণ করা হয়।'
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে মন্ত্রী বলেন, 'বিএনপির কোনো ইস্যু নেই, তাই খালেদা জিয়াকে নিয়ে একটা ইস্যু দাঁড় করিয়েছে। তারা কোর্টে গেছে ও রাজপথে আন্দোলন করার চেষ্টা করছে। কিন্তু ততটা সফলতা পাচ্ছে না। এ দাবি যৌক্তিক নয়।'
টিটি/
