শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪৩০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৪৩০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মহরম আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় ৩০ জনের নামসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাতক্ষণিক কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের মাঝে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মৃত তোয়ারিছ আলীর পুত্র মো. ফলিক আহমদ (৩০), পৌর এলাকার দীঘিরপার গ্রামের মৃত সাদেক আলীর পুত্র মিরন আহমদ (২৮), ফুলবাড়ি টিকরপাড়া গ্রামের মৃত শফিক আহমদের পুত্র কামরান আহমদ (২৫), একই গ্রামের মৃত মস্তর আলীর পুত্র আব্দুর রহিম (৩৮)।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৮ ও ৯ নং ওয়ার্ডের কেন্দ্রের ফলাফলে অনিয়মের অভিযোগ এনে চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকরা বৈটিকর বাজারের সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। তখন পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ২৬৭ রাউন্ড গুলি ছুঁড়ে।

সংঘর্ষকালে লক্ষিপাশা ইউনিয়নের রামপা গ্রামের আবদুস সালাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত সালামের বুক ও পেটসহ সারা শরীরে গুলির চিহ্ন রয়েছে। তিনি বৈটিকর বাজারে দীর্ঘদিন ধরে সাইকেল ও রিকশার ম্যাকানিকের কাজ করতেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

টিটি/

Header Ad
Header Ad

সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

সেখানে ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শিক্ষার্থীরা সাম্যের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। পাশাপাশি তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “এই সময়ের মধ্যে মূল হোতাকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।”

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় প্রবেশ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মূল হত্যাকারীকে আড়াল করা হচ্ছে এবং পুলিশি সহায়তায় তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। এতে অর্থ লেনদেনও হয়েছে বলে দাবি করে তারা।

সাম্যের রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা মিলাদ ও দোয়ার আয়োজনও করে শিক্ষার্থীরা।

সাহিত্য ও সংস্কৃতিমনা ছাত্রনেতা হিসেবে পরিচিত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

গত ১৩ মে রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। ঘটনার পর থেকে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা তিন দিন ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

সাম্য হত্যাকাণ্ডে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)। তবে শিক্ষার্থীদের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনের মূল হোতা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে এখন চাপা ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, “একজন মেধাবী ছাত্রকে এভাবে হারিয়ে আমরা শুধু ক্ষুব্ধ নই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

Header Ad
Header Ad

গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্তে গভীর রাতে বিপুলসংখ্যক মানুষকে বাংলাদেশে ঢোকানোর (পুশ-ইন) চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনগণের দৃঢ় অবস্থানের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল বিএসএফের। তবে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং সম্ভাব্য পুশ-ইন প্রতিরোধে প্রস্তুতি গ্রহণ করেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মসজিদে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত প্রচার চালানো হয়। এতে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী ও নোয়াবাদী গ্রামের শতাধিক বাসিন্দা রাতেই সীমান্তে জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। জনতার এই উপস্থিতি এবং বিজিবির কড়া অবস্থানে হতভম্ব হয়ে যায় বিএসএফ এবং তাদের সঙ্গে থাকা দলটি। শেষ পর্যন্ত সংঘর্ষের কোনো ঘটনা ছাড়াই তারা পিছু হটে।

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া জানান, “রাতে বিজিবির কাছ থেকে তথ্য পেয়েই আমরা এলাকায় প্রচার করি। গ্রামের মানুষ দ্রুত সাড়া দেয়, তখনই বিএসএফ সরিয়ে নেয় তাদের লোকজন।”

আরেক ইউপি সদস্য মামুন চৌধুরী বলেন, “বিএসএফ একপ্রকার গোপনে পুশ-ইনের চেষ্টা করেছিল। স্থানীয়দের সচেতনতা ও বিজিবির সক্রিয়তা বড় বিপদ থেকে রক্ষা করেছে।”

বিজয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে প্রশাসন এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। স্থানীয়দের সম্পৃক্ততা এবং সচেতনতা একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে সহায়ক হয়েছে।”

এই ঘটনার পর থেকে সীমান্তে টহল এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এলেও সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।

Header Ad
Header Ad

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন

১২০ টাকায় পুলিশে চাকরি। ছবি: ঢাকাপ্রকাশ

“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ জেলার ৩৬ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকার সরকারি ফি জমা দিয়েই স্বপ্নের চাকরি পেলেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, শারীরিক যোগ্যতা, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৫ জন প্রার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় পাস করেন ৬৯ জন। পরে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। চূড়ান্ত যাচাই শেষে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

১২০ টাকায় পুলিশে চাকরি। ছবি: ঢাকাপ্রকাশ

ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতা অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই যারা উত্তীর্ণ হয়েছে, তারা প্রকৃত অর্থেই গর্বিত হওয়ার মতো একটি অর্জন করেছে।”

তিনি উত্তীর্ণদের উদ্দেশে বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে এই প্রত্যাশা করি।”

নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজসহ টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।

এদিকে নিয়োগ প্রক্রিয়ার সময় প্রতারণার অভিযোগে তিনজন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, এ চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুক্তি করেছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত
বই ছাপার কাগজ কেনায় ৪০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ
আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় ম্যাচ বয়কটের দাবি ভারতীয়দের!
জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ
নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে: মির্জা আব্বাস
ডিসি পরিবর্তন করতে এনসিপি সংগঠক নাহিদের বিরুদ্ধে তদবিরের অভিযোগ!
রওশন এরশাদের পৈতৃক বাড়ি ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুর
প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
মাহফুজ জাতীয় ঐক্য ভেঙে ফেলার মাস্টারমাইন্ড : রাশেদ খাঁন
তদবির বাণিজ্য: এনসিপির সাবেক নেতা তানভীরসহ ৪ জনকে দুদকে তলব